বরিশাল জেলার সংবাদ
বয়স্কভাতা পেল ৫ শত ২৭ জন

স্টাফ রিপোর্টার : বরিশাল নগরীর সাগরদীর ২৪ নং ওয়ার্ডে সু-শৃঙ্খলভাবে ৫ শত ২৭ জন বয়স্ক ভাতা ভোগীদের মাঝে ১৫’শ টাকা টাকা করে ভাতার টাকা প্রদান করা হয়।
শুক্রবার (৫) ফেব্রয়ারী সকাল সাড়ে ১০টায় কাউন্সিলর কার্যরয়ের সামনে বসে সকল বয়স্ক সদস্যদের তাদের টাকা তুলে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর শরীফ মোঃ আনিস শরীফ, মহানগর ওয়ার্ড আ,লীগ সভাপতি নাজমুল হুদা,সোনালী ব্যাংক হিসাব রক্ষক অফিসার মেহেদি হাসান ও সমাজ সেবা অফিসার জহিরুল ইসলাম, ওয়ার্ড কাউন্সিলর সচিব তছলিম প্রমুখ।
এর পূর্বে কাউন্সিলর আনিস শরীফের পক্ষ থেকে এলাকার বয়স্ক ব্যাক্তিদের প্যান্ডেল ও বসার স্থান করা সহ সকল সদস্যদের মাইকিং করে সদস্যদের নিজ নিজ হাতে টাকা তুলে দেয়া হয়।