বরিশালে বাস চলাচল তিন ঘন্টা বন্ধ থাকার পর চালু
শ্রমিক ইউনিয়নের দু’গ্রুপের আধিপত্য বিস্তারের জেরে
Deprecated: preg_split(): Passing null to parameter #3 ($limit) of type int is deprecated in /home/barishaldorpon/public_html/wp-content/themes/jannah/framework/functions/post-functions.php on line 791
স্টাফ রিপোর্টার : লকডাউন শিথিলের পর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগের জন্য রূপাতলী বাস টার্মিনাল এবং কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনালে পৃথক দুই শ্রমিক ইউনিয়নের দ্বন্দ্বে সকল রুটের বাস চলাচল তিন ঘন্টা বন্ধ ছিলো। শুক্রবার সকাল ১০টায় বন্ধ থাকার পর বেলা ১১টার দিকে প্রশাসনের আশ^াসে ফের চালু হয় বাস চলাচল।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বরিশাল জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের পৃথক দু’কমিটির নেতাদের সংঘর্ষে প্রায়ই ঘটছে এ ধরনের অপ্রীতিকর ঘটনা। বৃহস্পতিবারের সংঘর্ষের ঘটনায় এক পক্ষের দায়েরকৃত মামলায় কাউকে গ্রেফতার না করায় শুক্রবার সকাল ১০টা থেকে বাস চলাচল বন্ধ করে দেয়া হয়।
এতে করে এ দু’ টার্মিনালে কয়েক হাজার যাত্রীর পোহাতে হচ্ছে অবর্ননীয় দুর্ভোগ। শুক্রবার দুপুর ১টার দিকে বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদে বাস ধর্মঘট স্থগিতের ঘোষণা দেন জেলা বাস মালিক গ্রুপের যুগ্ম সাধারণ সম্পাদক কিশোর কুমার দে। এসময় তিনি জানান, শুক্রবারের মধ্যে দোষীদের গ্রেফতারের আশ^াস এবং যাত্রী দুর্ভোগের কথা চিন্তা করে বাস চলাচল স্বাভাবিক করা হয়।
শ্রমিকরা জানায়, বরিশাল জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের মধ্যে দু’টি কমিটি নতুন ভাবে গঠিত হয়। এরপর থেকেই দুই গ্রুপ শ্রমিক নেতাদের মধ্যে প্রায়ই ঘটতে থাকে অপ্রীতিকর ঘটনা। এরই জের ধরে লকডাউন শিথিলের পর বৃহস্পতিবার সকালে রূপাতলী বাস টার্মিনাল ভবনের নীচতলায় কাউন্টারের সামনে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
সংঘর্ষে শ্রমিক ইউসিয়নের সুলতান মাহামুদ ও সহিদুল ইসলাম টিটু গ্রুপের হামলায় পরিমল চন্দ্র দাস ও শাহরিয়ার বাবু গ্রুপের কয়েকজন আহত হয়। এতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার চার ঘন্টা বাস চলাচল বন্ধ থাকার পর পুলিশের মধ্যস্থতায় এবং মামলার আশ^াসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।
এ ঘটনায় সুলতান মাহমুদ সহ ৯ জনের বিরুদ্ধে মামলা গ্রহন হলেও কাউকে গ্রেফতার না করায় বাস চলাচল বন্ধ করে দেয়া হয়।
পরিমল চন্দ্র দাস ও শাহরিয়ার বাবু নেতৃত্বাধীন কমিটির নেতারা জানান, তাদের মালিক ও শ্রমিকদের উপর সুলতান মাহমুদের নেতৃত্বে হামলা চালানো হয়েছে। তবে সুলতান মাহমুদ এ অভিযোগ অস্বীকার করলেও বৃহস্পতিবারই শ্রমিক ইউনিয়নের অপর গ্রুপের সাধারণ সম্পাদক শাহরিয়ার বাবু বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করেছেন।
ঐ মামলায় অপর পক্ষের সভাপতি সুলতান মাহমুদ সহ ৯ জনকে অভিযুক্ত করা হয় এবং গ্রেফতারের জন্য ২৪ ঘন্টার আল্টিমেটাম দেয়া হয়। শুক্রবার সকাল ১০টায় ২৪ ঘন্টা শেষে গ্রেফতার না হওয়ায় সকল রুটের বাস চলাচল বন্ধ করে দেয়া হয়।
রূপাতলী মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওছার হোসেন শিপন বলেন, সুলতান মাহামুদ তার লোকন নিয়ে আমাদের লোকজনের উপর হামলা করার পর ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের আল্টিমেটাম দেয়া হয়েছিলো। ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার না হওয়ায় সকল রুটের বাস চলাচল বন্ধ করে দিয়েছে শ্রমিকরা।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী মডেল থানার ওসি নূরুল ইসলাম জানান, মালিক সমিতি ও শ্রমিক নেতাদের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করে সমাধানের চেষ্টা করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে।