নতুন প্রযুক্তির মধ্যদিয়ে দেশকে এগিয়ে নিতে হবে : এমপি শাহে আলম
Deprecated: preg_split(): Passing null to parameter #3 ($limit) of type int is deprecated in /home/barishaldorpon/public_html/wp-content/themes/jannah/framework/functions/post-functions.php on line 791
মো. সুজন মোল্লা,বানারীপাড়া : বানারীপাড়ায় উপজেলা পর্যায়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২০ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা মিলনায়তনে এ উপলক্ষে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা নতুন উদ্ভাবনী প্রযুক্তির প্রদর্শনি করেণ। এ সময় বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মো. শাহে আলম প্রদর্শনি গুলো ঘুরে ঘুরে দেখেন। পরে বিজ্ঞান ও প্রযুক্তির ওপরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. শাহে আলম এমপি বলেন, শিক্ষার্থীরা শুধুমাত্র পাঠ্য বইয়ের ওপরে নির্ভর করে অধ্যায়ন করলে নতুন উদ্ভাবনী ভাবনা তাদের মধ্যে সৃষ্টি হবেনা। এর পাশাপাশি বিজ্ঞান নির্ভর প্রযুক্তির ওপরে তাদেরকে মনোনিবেশ করে নতুন কিছু উদ্ভাবন করে দেশকে এগিয়ে নিতে কাজ করতে হবে। তিঁনি আরও বলেন, যে সব প্রযুক্তির প্রদর্শনি করেছেন শিক্ষার্থীরা তা সত্যিই প্রশংসা করার মতো।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বরিশাল জেলা আওয়ামী লীগের সদস্য ও বানারীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক। ই্উএনও শেখ আব্দুল্লাহ সাদীদের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা, উপজেলা প্রকৌশলী হুমায়ুন কবির, সহকারী কমিশনার (ভূমি) মফিজুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এসএম কবির হাসান, ওসি মো. হেলাল উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা আলম, একাডেমিক সুপারভাইজার জয়শ্রী কর, আইসিটি কর্মকর্তা হাফিজ আল আসাদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এটিএম মোস্তফা সরদার, যুগ্ম-সম্পাদক ও সদর ইউপির চেয়ারম্যান আ. জলিল ঘরামী, সাংগঠনিক সম্পাদক ও সলিয়াবাকপুর ইউপির চেয়ারম্যান জিয়াউল হক মিন্টু, সাংগঠনিক সম্পাদক ও ইলুহার ইউপির চেয়ারম্যান শহিদুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক ও বিশারকান্দি ইউপির চেয়ারম্যান সাইফুল ইসলাম শান্ত, কার্যনির্বাহী সদস্য ডা. খোরশেদ আলম সেলিম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি ওয়াহেদুজ্জামান দুলাল, প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন, সহ-সভাপতি কেএম শফিকুল আলম জুয়েল, সম্পাদক সুজন মোল্লা, যুগ্ম সম্পাদক সজল চৌধুরী ও ফয়েজ আহম্মেদ শাওন, সাংগঠনিক সম্পাদক শফিক শাহিন প্রমুখ।
বিজ্ঞান ও প্রযুক্তি ভিত্তিক বিভিন্ন প্রদর্শনির উপস্থাপন করা কলেজ পর্যায়ে প্রথম স্থান অধিকার করেণ, আলু ও লেবু দিয়ে বিদ্যুৎ তৈরি করা চাখার ফজলুল হক কলেজ, এদের দলনেতা ছিলেন, এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী সুমাইয়া আক্তার, দ্বিতীয় স্থান অধিকার করেণ, বাইশারী বিশ্ববিদ্যালয় ও কলেজ, তৃতীয় স্থান লাভ করেণ,বানারীপাড়া ডিগ্রী কলেজ।
মাধ্যমিক পর্যায়ে প্রথম চাখার ফজলুল হক ইনস্টিটিউশন, দ্বিতীয় বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়, তৃতীয় স্থান অধিকার করেণ চাখার ওয়াজেদ মেমোরিয়াল বালিকা মাধ্যমিক বিদ্যালয়। পরে বিজয়ী শিক্ষা প্রতিষ্ঠানের দলনেতার কাছে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। এছাড়াও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাহ প্রদর্শনিতে অংশ গ্রহন করা সকল শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শুভেচ্ছা পুরস্কার দেওয়া হয়।