মধ্য রাত থেকে ইলিশ ধরা নিষিদ্ধ
Deprecated: preg_split(): Passing null to parameter #3 ($limit) of type int is deprecated in /home/barishaldorpon/public_html/wp-content/themes/jannah/framework/functions/post-functions.php on line 791
আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ১২টা এক মিনিট থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে। এর ফলে ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত উপকূলীয় জলসীমায় ইলিশ আহরণ, জাল ফেলা, বিক্রি, সংরক্ষণ ও মজুদ সম্পূর্ণ নিষিদ্ধ।
ভোলার খাল,নাছির মাঝি,কোরার হাট,তুলাতলি,জংশন সহ বিভিন্ন ঘাট গুলোতে ঘুরে দেখা যায় নদী থেকে মাছ ধরার ট্রালার গুলোকে তাদের নিজ নিজ হেফাজতে নিয়ে যাচ্ছে জেলেরা।
নাছির মাঝি এলাকার মাকসুদ মাঝি জানায়,প্রতিবছরের মতো এবারও সরকারি নিষেধাজ্ঞা অনুযায়ী অভিযানের দিনগুলোতে আমরা মা ইলিশ রক্ষার্থে নদীতে মাছ শিকার করতে যাবোনা।অভিযান কালীন সময়ে মা ইলিশ রক্ষার্থে সরকার আমাদের জেলে কার্ডের মাধ্যমে সহায়তা করে যাচ্ছে।
এ বিষয়ে উপজেলা মৎস্য অফিসার আসাদুজ্জামান বলেন,মা ইলিশ রক্ষার্থে প্রতিবারের মতো এবারও কোস্টগার্ড,পুলিশ,র্যাব নিয়ে আমরা সকল প্রস্তুতি সম্পুন্ন করেছি।সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কেউ যদি নদীতে মা ইলিশ শিকারে নামে তাদের বিরুদ্ধে ব্যবস্তা নেবো।