সংবাদপত্র এজেন্ট মালিক হারুন অর রশিদের দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এবং বরিশালের এম. রমহান নিউজ এজেন্সির সত্ত্বাধীকারী মো. হারুন অর-রশিদের (৫৬) নামাজে জানাজা এবং দাফন সম্পন্ন হয়েছে।
গতকাল বুধবার বাদ আসর বরিশাল সদর উপজেলার চরকরনজী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে তৃতীয় ও শেষ নামাজে জানাজা শেষে তার মরদেহ স্থানীয় হাওলাদার বাড়ির পরিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজা নামাজে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেনী পেশার বহু মানুষ উপস্থিত ছিলেন।
এর আগে গতকাল বুধবার বাদ জোহর বরিশাল নগরীর পুলিশ লাইনস জামে মসজিদ চত্ত্বরে মো. হারুন-অর-রশিদের দ্বিতীয় নামাজে জানাজা এবং বাদ ফজর ঢাকার মগবাজার ওয়ারলেসগেট জামে মসজিদ চত্ত্বরে তার প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
গত মঙ্গলবার রাতে ঢাকার মগবাজারের নিজ ফ্লাটে আকস্মিক হৃদরোগে আক্রান্ত হন মো. হারুন-অর-রশিদ। তাকে নিয়ে যাওয়া হয় মগবাজারে ডাঃ সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে রাত ২টার দিকে তাকে মৃত ঘোষনা করেন চিকিৎসক। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৬ বছর। তিনি একমাত্র কন্যা ডাঃ তানজিল রশিদ তন্নী, স্ত্রী অবসরপ্রাপ্ত সিনিয়র স্টাফ নার্স ফরিদুন্নেছা, মা এবং দুই ভাই ও দুই বোন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
ব্যবসায়ী মো. হারুন-অর-রশিদের মৃত্যুতে বরিশালের জাতীয় ও আঞ্চলিক গনমাধ্যম কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।