ববি’র শিক্ষার্থীকে ছুরিকাঘাত
দুই ঘন্টা সড়ক অবরোধ, বাস স্টাফ গ্রেফতার
Deprecated: preg_split(): Passing null to parameter #3 ($limit) of type int is deprecated in /home/barishaldorpon/public_html/wp-content/themes/jannah/framework/functions/post-functions.php on line 791
স্টাফ রিপোর্টার : বরিশাল নগরীর রূপাতলী বিআরটিসি বাস কাউন্টারের স্টাফ কর্তৃক বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) দুই শিক্ষার্থীকে ছুরিকাঘাত ও লাঞ্ছিত করার ঘটনায় বরিশাল-পটুয়াখালী মহাসড়কে প্রায় দুইঘন্টা অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
এ সময় টায়ার জ্বালিয়ে বিক্ষোভকালে মহাসড়কের দুইপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। ফলে সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পরেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বেলা দুইটার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের রূপাতলী বাস টার্মিনাল এলাকায়।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের দুই শিক্ষার্থী তৌফিকুল সজল ও ফারজানা আক্তার বাড়ি যাবার জন্য বিআরটিসি বাস কাউন্টারে যায়। সেখানে রফিক নামের বাস স্টাফের সাথে বাগ্বিতন্ডার একপর্যায়ে স্টাফ রফিক ববি’র শিক্ষার্থী সজলকে ছুরিকাঘাত করে।
এসময় অপর শিক্ষার্থী ফারজানাকে লাঞ্ছিত করা হয়। এ সংবাদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে পরলে দেড়টার দিকে তারা ঘটনাস্থলে হাজির হয়ে দুপুর দুইটা থেকে বিকেল চারটা পর্যন্ত হামলাকারীকে গ্রেফতারের দাবিতে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন।
ববি’র সহকারী প্রক্টর সুপ্রভাত হালদার জানান, খবর পেয়ে তিনিসহ অন্যান্য শিক্ষকরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করেছেন। কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) মোঃ আসাদুজ্জামান জানান, শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে বিকেল পাঁচটার দিকে হামলাকারী রফিককে গ্রেফতার করা হয়েছে।