রাজনীতির সংবাদ
Deprecated: preg_split(): Passing null to parameter #3 ($limit) of type int is deprecated in /home/barishaldorpon/public_html/wp-content/themes/jannah/framework/functions/post-functions.php on line 791
প্রধানমন্ত্রীর নির্দেশে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাবো : এমপি শাহে আলম
Deprecated: preg_split(): Passing null to parameter #3 ($limit) of type int is deprecated in /home/barishaldorpon/public_html/wp-content/themes/jannah/framework/functions/post-functions.php on line 791
সুজন মোল্লা, বানারীপাড়া : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবং তার একান্ত প্রচেষ্টায় বরিশাল-২ আসনের সকল শিক্ষা প্রতিষ্ঠানে নতুন নতুন ভবন নির্মাণ করে দেয়া হবে। বিশেষ করে যে শিক্ষা প্রতিষ্ঠানের ভবন গুলো জীর্ণতায় পর্যবেশিত হয়ে আছে সেই প্রতিষ্ঠান গুলোকে অগ্রাধিকার দেয়া হবে।
রবিবার ২৭ ডিসেম্বর বেলা ১১টায় সলিয়াবাকপুর ইউনিয়নের হাসিনা মোর্দেশ বালিকা বিদ্যালয়ের নতুন ৪ তলা ভীত বিশিষ্ট ও দুপুর সাড়ে ১২টায় চাখার দরবার মঞ্জিল সাইয়েদিয়া আলিম মাদরাসার ৪ তলা ভীত বিশিষ্ট ১তলা নতুন একাডেমিক ভবন নির্মার্ণের ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য মো. শাহে আলম উপরোক্ত কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন যার যার ধর্ম শান্তিপূর্ণ ভাবে পালন করবেন। ধর্ম নিয়ে ব্যবসা করা কোন মানুষের কাজ হতে পারেনা।
দুটি উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা,নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।