রাজনীতির সংবাদ
Deprecated: preg_split(): Passing null to parameter #3 ($limit) of type int is deprecated in /home/barishaldorpon/public_html/wp-content/themes/jannah/framework/functions/post-functions.php on line 791
পিরোজপুরে শিশুদের হামদ নাত প্রতিযোগীতা
Deprecated: preg_split(): Passing null to parameter #3 ($limit) of type int is deprecated in /home/barishaldorpon/public_html/wp-content/themes/jannah/framework/functions/post-functions.php on line 791
পিরোজপুর অফিস : স্বাধীনতার মহান স্থপতি জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে পিরোজপুরে শিশুদের হামদ ও নাত্ প্রতিযোগীতা অনুষ্টিত হয়েছে। বুধবার সকালে শিশু একাডেমী মিলনায়তনে পিরোজপুর জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমীর যৌথ আয়োজনে অনুষ্ঠানে ১ম থেকে ৩য় শ্রেনী এবং ৪র্থ থেকে ৭ম শ্রেনীর অন্তত ২৫ জন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহন করে। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা শিল্পকলা একাডেমীর সম্পাদক জিয়াউল আহসান গাজী, শিশু বিষয়ক কর্মকর্তা মোজাম্মেল হোসেন ও বিটিভি জেলা প্রতিনিধি এস এম পারভেজসহ সাংবাদিক বৃন্দ।