রাজনীতির সংবাদ
Deprecated: preg_split(): Passing null to parameter #3 ($limit) of type int is deprecated in /home/barishaldorpon/public_html/wp-content/themes/jannah/framework/functions/post-functions.php on line 791
দেশে ৫শ’ নদী খননের কাজ শুরু হবে : পানি সম্পদ প্রতিমন্ত্রী
Deprecated: preg_split(): Passing null to parameter #3 ($limit) of type int is deprecated in /home/barishaldorpon/public_html/wp-content/themes/jannah/framework/functions/post-functions.php on line 791
স্টাফ রিপোর্টার : পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্ল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি বলেছেন, উজানের দেশে আগামী কয়েক দিনে ভারী বৃস্টি না হলে বাংলাদেশে নদ-নদীর পানি কমবে’। দেশে খুব শিঘ্র বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে’।
তিনি আরও বলেন, ‘নদ-নদীর পানি নেমে গেলে স্বস্তি ফিরে আসবে’। দেশের ৬৪ জেলায় ৪৩২টি খাল খনরে কার্যক্রম চলছে। নানা কারনে এটি বিলম্বিত হয়েছে। খাল খনন শেষ হলে সারা দেশে ৫শ’ নদী খননের কাজ শুরু হবে। এই কার্যক্রম শেষ হলে বন্যার সময় নদ-নদীতে পানির ধারন ক্ষমতা আগের চেয়ে বাড়বে। তখন নদ-নদীতে পানি বাড়লে প্লাবনের তীব্রতা বর্তমানের চেয়ে কমবে। প্রতিমন্ত্রী আজ শুক্রবার সকাল ১১টায় বরিশাল সদর উপজেলার কীর্তনখোলা ও আড়িয়ালখাঁ নদীর বিভিন্ন স্থান পরিদর্শন করেন। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী। পরিদর্শনকালে পানি উন্নয়ন বোর্ড দক্ষিনাঞ্চল জোনের প্রধান প্রকৌশলী মো. হারুন-অর রশিদ সহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।