যুবদলের দু’গ্রুপে হাতাহাতি, ভাঙচুর
Deprecated: preg_split(): Passing null to parameter #3 ($limit) of type int is deprecated in /home/barishaldorpon/public_html/wp-content/themes/jannah/framework/functions/post-functions.php on line 791
স্টাফ রিপোর্টার : আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদলের কর্মী সভা আয়োজনের প্রস্তুতি সভায় যুবদলের দু’গ্রুপের মধ্যে হাতাহাতি, চেয়ার ছোড়াছুড়ি ও ভাংচুরের ঘটনা ঘটেছে।
শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে নগরীর সদর রোডে বিএনপির দলীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে। ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলার বিভিন্ন উপজেলা কমিটির কর্মী সভা আয়োজনের জন্য রাতে দলীয় কার্যালয়ে প্রস্তুুতি সভা হয়।
এসময় মহানগর যুবদলের দু’গ্রুপের মধ্যে হাতাহাতি ও চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। ঘটনার পরপরই বিএনপি কার্যালয়ে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।
মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান পলাশ জানান, যুবদলের কেন্দ্রীয় নেতারা দলীয় অফিসে বসে জেলা যুবদলের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করছিলো। এসময় মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুনের নেতৃত্বে আমাদের ওপর হামলা চালিয়ে দলীয় অফিস ভাংচুর করে। ক্ষমতা কুক্ষিগত করে রাখতে এ হামলা চালানো হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মাজহারুল ইসলাম জানান, কর্মীসভা উপলক্ষে প্রস্তুতি সভায় মহানগর যুবদলের সম্পাদক মাসুদ হাসানের বিভিন্ন স্বেচ্ছাচারিতার অভিযোগ করা হলে তিনি ক্ষীপ্ত হয়ে তার অনুসারীদের নিয়ে দলীয় কার্যালয়ে হামলা চালায়। এতে যুবদলের ১০ জন নেতাকর্মী আহত হয়।
এবিষয়ে মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুনের বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। এবিষয়ে জেলা যুবদলের সভাপতি পারভেজ আকন বিপ্লব জানান, এক ঘরে একাধিক ভাই থাকলে একটু ঝগড়া হতেই পারে এটা বড় কোন ঘটনা না।