প্রধান সংবাদবরিশাল জেলার সংবাদ
বৈদ্যুতিক খুটিতে উঠে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

জসিম উদ্দিন : বরিশাল নগরীর রুপাতলীতে ওজোপাডিকো অফিস কম্পাউন্ডের মধ্যে বৈদ্যুতিক খুটিতে উঠে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার বিকাল ৫ টার দিকে এই দূর্ঘটনা ঘটে। নিহত ফয়সাল হাওলাদার উপজেলার মধ্যম চরবাড়িয়ার সিকিম আলী হাওলাদারের ছেলে।
বরিশাল সদর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার হাসান আলী জানিয়েছে, বৈদ্যুতিক লাইনে কাজ করতে ওঠার পর হঠাৎ করে বিদ্যুৎ সংযোগ চলে আসায় বিদ্যুৎ শ্রমিক ফয়সালের মৃত্যু হয়।
স্থানীয়রা বৈদ্যুতিক তারের সাথে শ্রমিকের মৃতদেহ ঝুলতে দেখে আমাদের খবর দেয়। এরপর আমরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করি।