মাস্ক ব্যবহারে বরিশালে পুলিশের সচেতনতামূলক র্যালী
Deprecated: preg_split(): Passing null to parameter #3 ($limit) of type int is deprecated in /home/barishaldorpon/public_html/wp-content/themes/jannah/framework/functions/post-functions.php on line 791
জসিম উদ্দিন: করোনা প্রতিরোধে মাস্ক ব্যবহারে বরিশালে সচেতনতামূলক র্যালি করেছে বরিশাল মেট্রোপলিট্রন পুলিশ। কোতয়ালী মডেল থানার আয়োজনে গতকাল বুধবার বেলা ১১টায় নগরীর শহীদ মিনার চত্বর থেকে এই র্যালী বের হয়।
র্যালীতে প্রধান অতিথি হয়ে উপস্থিত থেকে পুলিশ কমিশনার মো. সাহাবুদ্দিন তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ‘আমরা দেখছি সারা বিশ্বে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। সম্প্রতি আমাদের দেশেও শুস্ক শীত মৌসুমে করোনার মৃত্যু হার বেড়েছে। আর স্বাস্থ্য সুরক্ষায় ৮০ ভাগ সুরক্ষা দেয় মাস্ক ব্যবহার। দুঃখজনক হলো: মাক্স ব্যবহারের ক্ষেত্রে জনসচেনতা নেই, এটার প্রভাব আছে। তবে বাংলাদেশ পুলিশ শুরু থেকে করোনা মোকাবেলায় জনগণের সাথে কাজ করেছে এবং মানবিক সাহায্য সহযোগীতা নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে। করোনার দি¦তীয় ঢেউ আসার আগেই যাতে করে সঠিকভাবে করোনা প্রতিরোধ করতে পারি তার জন্য সচেতনতামূলক প্রচার-প্রচারণা সহ ব্যাপক কমূসূচী শুরু করেছে মেট্রোপলিট্রন পুলিশ। এরই অংশ হিসেবে আজকে করোনা প্রতিরোধে মাস্ক ব্যাবহরে সচেতনতামূলক এই র্যালী হচ্ছে। ##