প্রতিদিনই রেকর্ড ভাঙছে করোনা ভাইরাস
Deprecated: preg_split(): Passing null to parameter #3 ($limit) of type int is deprecated in /home/barishaldorpon/public_html/wp-content/themes/jannah/framework/functions/post-functions.php on line 791
স্টাফ রিপোর্টার : করোনা সংক্রমনের তৃতীয় ধাপে আক্রান্তের সংখ্যায় প্রতিদিনই রেকর্ড ভাঙছে বরিশাল বিভাগে। বিভাগে বুধবার দুপুর ২টা পর্যন্ত ২৪ ঘন্টার ব্যবধানে রেকর্ড সংখ্যক ৬২২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এর আগের দিন ২৪ ঘন্টায় মোট আক্রান্তের সংখ্যা ছিল ৪৫৯। আর সর্বশেষ আক্রান্তের সংখ্যা নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২০ হাজার ১৫৪ জন।
এছাড়া একই সময়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসাপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু হয়েছে।
এছাড়াও বরিশাল জেলায় ৪ ও ঝালকঠি জেলায় ১ জনসহ বিভাগে মোট ৫ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। যা নিয়ে বরিশাল বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৩৩১ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারি পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল জানান, মোট আক্রান্ত ২০ হাজার ১৫৪ জনের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ হাজার ৪৭০ জন।
এদিকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের দপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় (বুধবার) সকাল পর্যন্ত এই হাসপাতালের করোনা ইউনিটের আইসোলেশন ওয়ার্ডে ৪৬ জন ও করোনা ওয়ার্ডে ১২জন ভর্তি হয়েছেন।
করোনা ও আইসোলেশন ওয়ার্ডে এখন ২১০ জন রোগী চিকিৎসাধীন। যাদের মধ্যে ৪৯ জনের করোনা পজিটিভ এবং ১৬১ জন আইসোলেশনে রয়েছেন।
আরটি পিসিআর ল্যাবে মোট ১৮৮ জন করোনা পরীক্ষা করে ১৩০ জনের করোনা পজিটিভ পাওয়া যায়।