বাউফলে বিদ্যুৎ সংযোগ লাইনের উদ্বোধন

হারুন অর রশিদ, বাউফল : পটুয়াখালীর বাউফলে প্রায় ৪কোটি টাকা ব্যায়ে ৯২৫জন গ্রাহকের মাঝে ২৩.৭৫ কি:মি: বিদ্যুৎ সংযোগ লাইনের উদ্ভোধন করা হয়। আজ (৩১ মার্চ) শুক্রবার সকাল ১০টায় উপজেলার নাজিরপুর ইউ.পি‘র তাতেরকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে টেলিকন্ফারেসের মাধ্যমে বর্তমান সরকারের শতভাগ বিদ্যুৎ সংযোগের আওতায়“ শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ” এ শ্লোগানকে বাস্তবায়ন করতে স্থানীয় সাংসদ আলহাজ্ব আ.স.ম ফিরোজ এম পি এ সংযোগের উদ্বোধন করেন।
বাউফল পল্লীবিদ্যুৎ সমিতির ডিজিএম এ.কে আযাদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাউফল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব মোশারেফ হোসেন খান, পটুয়াখালী জেলা পরিষদ সদস্য ও বাউফল প্রেসক্লাব সভাপতি মো: হারুন অর রশিদ খান, নাজিরপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক আমির হোসেন বেপারী, উপজেলা ছাত্রলীগ সভাপতি আল আমিন তোহা, ইউনিয়ন যুবলীগ সভাপতি নাসির উদ্দিন, ছাত্রলীগ সভাপতি জহিরুল ইসলাম রাকিব প্রমুখ।
উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আ.স.ম ফিরোজ এমপি গ্রাহকদের বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী ও মহামারী করোনা ভাইরাস থেকে সবাইকে সতর্ক থাকতে মাস্ক ব্রবহার ও সামাজিক দুরত্ব মেনে চলার আহবান জানান। এ সময় তিনি সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানান এবং কোরবানীর পশুর বজ্রসমুহ মাটির নীচে পুতে রাখার আহবান জানান।