বরিশাল বিভাগের সংবাদ
কলাপাড়ায় ৮ ট্রলার মালিককে জরিমানা

কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ শিকারের দায়ে ৮ ট্রলার মালিককে ২ লাখ ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গোপসাগরের বিভিন্ন মেহনায় অভিযান চালিয়ে কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা এসব জেলেদের আটক করে।
পরে ওইদিন রাতে ৮ ট্রলার মালিককে ২ লাখ ১৩ হাজার টাকা অর্থদন্ড প্রদান করে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা।
আটককৃত জেলেদের কাছ থেকে নিষেধাজ্ঞাকালীন সময়ে আর মাছ শিকার করবেনা মর্মে মুচলেখা রেখে ছেরে দেয়া হয়েছে। এছাড়া জব্দকৃত মাছ দু:স্থদের মাঝে বিতরন করা হয়।
কুয়াকাটা নৌ-পুলিশের এএসআই কামরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব জেলেদের আটক করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।