বরিশালে করোনা ও উপসর্গে মৃত্যু ১২
Deprecated: preg_split(): Passing null to parameter #3 ($limit) of type int is deprecated in /home/barishaldorpon/public_html/wp-content/themes/jannah/framework/functions/post-functions.php on line 791
পিয়াস চন্দ্র কুরী : গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ছয়জন ও উপসর্গ নিয়ে আরও ছয় ব্যক্তি মারা গেছেন। এসময় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৮৬ জন। ফলে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৮৮৬ জন। মোট মারা গেছেন ৩১১ জন। বৃহস্পতিবার দুপুরে বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতাল ও স্বাস্থ্য বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
করোনায় আক্রান্ত হয়ে বরিশাল জেলায় একজন, পটুয়াখালী জেলায় একজন ও পিরোজপুর জেলায় চারজনসহ বিভাগে ছয়জনের মৃত্যু হয়েছে। উপসর্গ নিয়ে মারা যাওয়া ছয়জন শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, বরিশাল জেলায় নতুন আক্রান্ত হয়েছেন ৮৫ জন। এ জেলায় মোট আক্রান্তের সংখ্যা সাত হাজার ৮৭৮ জন। পটুয়াখালী জেলায় নতুন করে আরো ২০ জন আক্রান্ত হওয়ায় মোট শনাক্ত দাঁড়িয়েছে দুই হাজার ৪৮৫ জনে। ভোলা জেলায় নতুন আটজনসহ মোট আক্রান্ত হয়েছেন দুই হাজার ৬০ জন। পিরোজপুর জেলায় ৮০ জন নিয়ে মোট আক্রান্ত হয়েছেন দুই হাজার ২৭৫ জন। বরগুনা জেলায় নতুন ২৯ জন নিয়ে মোট আক্রান্ত হয়েছেন এক হাজার ৪৪২ জন। ঝালকাঠি জেলায় ৬৪ জন শনাক্ত নিয়ে মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৭৪৬ জন। বিভাগে মোট আক্রান্ত ১৭ হাজার ৮৮৬ জনের মধ্যে এখন পর্যন্ত ১৫ হাজার ৫৫ জন সুস্থ হয়েছেন বলে জানান বিভাগীয় স্বাস্থ্য পরিচালক।
এদিকে শেবাচিম হাসপাতালের পরিচালকের দফতর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় শুধুমাত্র শেবাচিম হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ছয়জনের এবং করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এতে শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনায় আক্রান্ত হয়ে ২০৭ জন এবং আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ৫৩৩ জনের মৃত্যু হয়েছে। আর উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা ৫৩৩ জনের মধ্যে ৩৭ জনের করোনা পরিক্ষার ফলাফল এখনো হাতে পাওয়া যায়নি।
শেবাচিম হাসপাতাল পরিচালকের তথ্য সংরক্ষক জাকারিয়া খান স্বপন জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় শেবাচিমের করোনা আইসোলেশন ওয়ার্ডে ৩৭ জন ও করোনা ওয়ার্ডে ৫ জন ভর্তি হয়েছেন। উপসর্গ নিয়ে আইসোলেশনে ভর্তি ছয়জন মৃত্যুবরণ করেন। হাসপাতালে ২৪ জন করোনা পজিটিভ এবং ১২৪ জন করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন।
বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক (প্রশাসন) শ্যামল কৃষ্ণ ম-ল বলেন, বিভাগে গত ১০ দিনের বেশি সময় ধরে করোনা সংক্রমণের পরিস্থিতি প্রতিদিনই অবনতি হচ্ছে। বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। তাই সকলকে সরকার নির্দেশিত নিয়ম মেনে চলার আহ্বান জানান তিনি।