অল্পের জন্য বেঁচে গেলেন খাদে পড়া বাসের দশ যাত্রী
Deprecated: preg_split(): Passing null to parameter #3 ($limit) of type int is deprecated in /home/barishaldorpon/public_html/wp-content/themes/jannah/framework/functions/post-functions.php on line 791
পিরোজপুর অফিস : পিরোজপুর-গোপালগঞ্জ মহাসড়কে ঢাকা গামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে দশ যাত্রী অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে প্রায় ১০ জন যাত্রী নিয়ে বরগুনা জেলার পাথরঘাটা থেকে ছেড়ে আসা নাজিরপুর সড়কের পাচপাড়া টেক্সটাইল মিলের সামনে তৈশী পরিবহন নামের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে চাকা পামচার হয়ে ক্ষাদে পরে যায়। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার খবর পেয়ে পিরোজপুর ও নাজিরপুর ফায়ার সার্ভিস স্টেশন থেকে তিনটি টিম সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে বাস যাত্রীদেরকে উদ্ধরা করে। এদের মধ্যে তিনজনকে জেলা হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ সময় ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযান চালিয়ে যাত্রীকে উদ্ধার করে তিনজনকে জেলা হাসপাতালে পাঠানো হয়। এসময় উদ্ধার কার্য সহায়তা প্রদানকারি মিজানুর ইসলাম(২০) নামে এক যুবক হাত কেটে মারাতœকবাবে আহত হলে তাকেও হাসপাতালে পাঠানো হয়। তবে খুজে পাওয়া যায়নি গাড়ির চালক এবং হেলপারকে। পিরোজপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আঃ মালেক বলেন, আমরা খবর পাওয়ার সাথে সাথে দুটি টিম ঘটনাস্থলে এসে গাড়ির ভিতরে আটকে থাকা যাত্রীদের উদ্দার করি। তবে পিরোজপুরে আধুনিক যন্ত্র (কোনো র্যাকার ব্যবস্থা) না থাকায় সাথে সাথে গাড়িটি উদ্ধারকার্য পরিচালনা করা সম্ভব হয়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) আহমাদ মাঈনুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার(সদর দপ্তর) কাজী শাহনেওয়াজ ও সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বাদল।