কলাপাড়ায় রাখাইনদের মানববন্ধন
Deprecated: preg_split(): Passing null to parameter #3 ($limit) of type int is deprecated in /home/barishaldorpon/public_html/wp-content/themes/jannah/framework/functions/post-functions.php on line 791
এ এম মিজানুর রহমান বুলেট , কলাপাড়া : অবৈধ দখলদারদের হাত থেকে মিশ্রিপাড়া সীমা বৌদ্ধ বিহারের রেকর্ডীয় জমি উদ্বারসহ দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬মার্চ) বেলা সাড়ে এগারটায় মন্দিরের সামনে এ মানববন্ধনে শতাধিক রাখাইন নারী-পুরুষ-শিশু অংশগ্রহন করে। এসময় বক্তব্য রাখেন বিহারাধ্যক্ষ উত্তম ভিক্ষু, মন্দির পরিচালণা পর্ষদ সভাপতি মংলাচিন, মন্দির মুখপ্রাপ্ত অং জো মিন।
এসময় বক্তারা বলেন, ১৯১১ সালে মিশ্রি মাতুব্বর মিশ্রিপাড়ায় ১একর ৮৬ শতাংশ জমিতে রাখাইনদের ধর্মীয় অনুশীলনের জন্য সীমা বোৗদ্ধ বিহারটি প্রতিষ্ঠা করেন।
মন্দিরের আয়ের জন্য সম্মুখভাবে দোকান প্রতি মাসিক ৫০ টাকা ভিটা ভাড়ায় জমি লিজ দেয়া হয়। বর্তমানে ওইসব দোকান মালিক জমির দখল না ছেড়ে মন্দির কর্তৃপক্ষকে অব্যাহত হুমকি প্রদান করে আসছে। মামলায় জড়িয়ে নানাভাবে হয়রানি করছে।