মেঘনায় সিমেন্ট বোঝাই জাহাজডুবি
মেঘনায় সিমেন্ট বোঝাই জাহাজডুবি
Deprecated: preg_split(): Passing null to parameter #3 ($limit) of type int is deprecated in /home/barishaldorpon/public_html/wp-content/themes/jannah/framework/functions/post-functions.php on line 791
মো: আলহাজ্ব, বরিশাল : বরিশালের হিজলার মেঘনা নদীতে সিমেন্ট বোঝাই একটি জাহাজ ডুবে গেছে। গতকাল শনিবার বিকেল ৩ টার দিকে হিজলা উপজেলার মিয়ারচর নামক স্থান অতিক্রমের সময় এম.ভি ফারহানা মোনেম নামের ওই জাহাজটি ডুবে যায়।
তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন বিআইডবিøউটিএ’র বন্দর ও পরিবহন বিভাগের যুগ্ম পরিচালক আজমল হুদা মিঠু সরকার। তিনি আরো জানান, এ ঘটনায় বিআইডবিøউটিএ’র পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জাহাজের ক্যাপ্টেন শামছুদ্দিন জানান, সকালে ১৩ হাজার ব¯Íা শাহ সিমেন্ট নিয়ে নারায়ণগঞ্জ থেকে যশোরের নওয়াপাড়ার উদ্দেশে রওয়ানা দেন তারা। হিজলার মিয়ারচর নামক স্থান অতিক্রমের সময় প্রচন্ড ঢেউ ও ¯্রােতের মাঝে পড়ে জাহাজটি। এ সময় জাহাজটির একটি অংশ চরে উঠে যায় এবং পরে জাহাজটি সিমেন্টসহ তলিয়ে যায়।
ঘটনাস্থলে উদ্ধার অভিযান ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে হিজলা নৌ পুলিশের সদস্যরা কাজ করছেন বলে জানিয়েছেন ওসি শেখ বেলøাল হোসেন। ###