বরিশাল জেলার সংবাদ

মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

স্টাফ রিপোর্টার : “মাস্ক পরিধান করুন, সেবা নিন” এই স্লোগানকে সামনে রেখে বরিশালে পথচারী ও জনসাধারণের মাঝে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছে জেলা প্রশাসন।

গতকাল বৃহস্পতিবার সকাল থেকে নগরীর অশ্বিনী কুমার হল, নথুল্লাবাদ, নতুন বাজার, চৌমাথাসহ প্রধান প্রধান মোড়ে ২ হাজার মাস্ক ও ২ হাজার হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছেন বরিশালের জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার।

মাস্ক-হ্যান্ড স্যানিটাইজার বিতরণ ও প্রচারাভিযান উদ্ধোধনকালে জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার বলেছেন, করোনা প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায়, স্বাস্থ্য ও সুরক্ষা বিধি সকলের মানা উচিত। তাই মাস্ক পরিধান করুন, সেবা নিন, সুস্থ থাকুন এবং অপরকে সুস্থ রাখুন।

জেলা প্রশাসন সূত্র জানায়, বরিশাল জেলা প্রশাসন কর্তৃক প্রস্তুতকৃত মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার পর্যায়ক্রমে পথচারীদের মাঝে বিতরন করা হবে। ###

আরও পড়ুন

মন্তব্য করুন

Back to top button