কয়েক হাজার পরিবারে ঈদ উদযাপন
Deprecated: preg_split(): Passing null to parameter #3 ($limit) of type int is deprecated in /home/barishaldorpon/public_html/wp-content/themes/jannah/framework/functions/post-functions.php on line 791
বরিশাল নগরের মধ্যে প্রধান ও বৃহত্তম ঈদুল আজহার জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হয় ২৩ নম্বর ওয়ার্ডে তাজকাঠিস্থ জাহাগিরিয়া শাহসুফি মমতাজিয়া জামে মসজিদ প্রাঙ্গণে।
এছাড়া পৌর এলাকার ২৩ নম্বর ওয়ার্ডের উত্তর সাগরদী মৃধাবাড়ি শাহ্সুফি মমতাজিয়া জামে মসজিদ, ২৬ নম্বর ওয়ার্ডে হরিনাফুলিয়া চৌধুরী বাড়ি শাহ-মমতাজিয়া জামে মসজিদ ও ২২ নম্বর ওয়ার্ডে জিয়া সড়ক শাহ্সুফি মমতাজিয়া জামে মসজিদে পৃথক পৃথক জামাতে কয়েক হাজার ধর্মপ্রাণ মুসলমান ঈদুল আজহার নামাজ আদায় করেছেন।অপরদিকে বরিশাল সদর উপজেলার চরকিউট্টা গ্রামে হাফেজ লোকমান শাহ্সুফি মমতাজিয়া জামে মসজিদ, বন্দর থানা সাহেবের হাটের পতাং গ্রামে পতাং শাহ্সুফি মমতাজিয়া মসজিদ, মেহেন্দিগঞ্জের তালুকদারচর গ্রামে তালুকদার চর শাহ্সুফি মমতাজিয়া জামে মসজিদে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়।
এছাড়া দরবারের অনুসারীদের বাবুগঞ্জ উপজেলার প্রধান জামাত অনুষ্ঠিত হয় চেয়ারম্যান বাড়ি শাহ্সুফি মমতাজিয়া জামে মসজিদে।
বাবুগঞ্জের কেদারপুর শাহ্সুফি মমতাজিয়া জামে মসজিদ, মাধবপাশা দুয়ারীবাড়ি শাহসুফি মমতাজিয়া জামে মসজিদ, উজিরপুর শাহসুফি মমতাজিয়া জামে মসজিদ, মুলাদি উপজেলার চরকালেখা গ্রামে চরকালেখা শাহ্সুফি মমতাজিয়া জামে মসজিদে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়।
হিজলা উপজেলার প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয় শ্রীরামপুর গ্রামের শ্রীরামপুর দরবার শাহ সাহেব জামে মসজিদ প্রাঙ্গণে।
এছাড়া কোলচর গ্রামে কোলচর শাহসুফি মমতাজিয়া মসজিদে শাহসুফি মমতাজিয়া দরবারের অনুসারীরা ঈদুল আজহার নামাজ আদায় করেন।
অপরদিকে বাকেরগঞ্জ উপজেলার সুন্দরকাঠি গ্রামে সুন্দরকাঠি দরবার শরীফে প্রধান জামাত অনুষ্ঠিত হয়।
এছাড়া ঝালকাঠি জেলায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ফলে ওইসব এলাকায় এরইমধ্যে ঈদের আমেজ ছড়িয়ে পড়েছে।
চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার জাহাগিরিয়া শাহসুফি মমতাজিয়া দরবার শরীফের অনুসারী হাবিবুর রহমান জানিয়েছেন ঈদুল আজহার নামাজ আদায়ের মধ্য দিয়ে ঈদ উৎসব পালন শুরু করেছেন তারা। এছাড়া পশু কোরবানি দেয়াসহ সামগ্রিক সবকিছুই করছেন তারা।