রাজনীতির সংবাদ
Deprecated: preg_split(): Passing null to parameter #3 ($limit) of type int is deprecated in /home/barishaldorpon/public_html/wp-content/themes/jannah/framework/functions/post-functions.php on line 791
রগুনা আমতলী উপজেলা চেয়ারম্যানের পদ বাতিল ঘোষণা
Deprecated: preg_split(): Passing null to parameter #3 ($limit) of type int is deprecated in /home/barishaldorpon/public_html/wp-content/themes/jannah/framework/functions/post-functions.php on line 791
সঞ্জিব দাস, বরগুনা : বরগুনার প্রথম যুগ্ম জেলা জজ ও উপজেলা পরিষদ নির্বাচন ট্রাইব্যুনালে দায়ের করা মামলায় বরগুনার আমতলী উপজেলা পরিষদ থেকে নির্বাচিত চেয়ারম্যান গোলাম সরোয়ার ফোরকানকে অপসারণ করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী শামসুদ্দিন আহমেদ সজু কে আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষণা করেছে আদালত।
২০১৯ সালের ৩১ মার্চ অনুষ্ঠিত আমতলী উপজেলা পরিষদ নির্বাচনে বরগুনা জেলা আওয়ামী লীগের সদস্য গোলাম সরোয়ার ফোরকান আনারস প্রতীকে এবং প্রতিদ্বন্দ্বি প্রার্থী সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শামসুদ্দিন আহমেদ সজু ঘোড়া প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে গোলাম সরোয়ার ফোরকান ৩৫৬২৮ ভোট এবং সামসুদ্দিন আহমেদ সজু ২৬৩৩৬ ভোট পায়। ৯২৯২ ভোটের ব্যবধানে গোলাম সরোয়ার ফোরকান বিজয়ী হওয়ায় নির্বাচন কমিশন গোলাম সরোয়ার ফোরকানকে উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষণা করে গেজেট প্রকাশ করে।
পরবর্তীতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী শামসুদ্দিন আহমেদ সজু নির্বাচনে কারচুপি অনিয়ম এবং ঋণখেলাপি থাকার অভিযোগে নির্বাচনী ফলাফল বাতিল চেয়েবরগুনা প্রথম যুগ্ম জেলা জজ ও উপজেলা পরিষদ নির্বাচন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন।
শামসুদ্দিন আহমেদ তার দায়ের করা মামলার আরজিতে বলেন গোলাম সরোয়ার ফোরকান তিনি ব্যক্তিগতভাবে ঋণখেলাপি জানা থাকা সত্ত্বেও তথ্য গোপন করে নির্বাচনী হলফনামায় অসত্য তথ্য দিয়ে অপরাধ করেছেন। গোলাম সরোয়ার ফোরকানের মালিকানাধীন রুপালি ট্রেডার্স বনানী ট্রেডার্স এবং তার নিজ নামে রূপালী ব্যাংক পটুয়াখালী শাখায় ২৩ লক্ষ টাকা ঋণখেলাপি থাকেন। ফোরকানের আবেদনের প্রেক্ষিতে রূপালী ব্যাংক প্রধান কার্যালয় ঋণের সুদের ৮০ পার্সেন্ট মওকুফ করা সত্ত্বেও তিনি ঋণের টাকা পরিশোধ না করায় ঋণখেলাপি থাকে। রুপালি ব্যাংক পটুয়াখালী শাখা তার বিরুদ্ধে পটুয়াখালী অর্থঋণ আদালতে ঋণখেলাপি থাকার কারণে মামলা দায়ের করেন। মামলায় রায়ের পরে ডিক্রি জারি হয়।
জনাব ফোরকান নির্বাচনের হলফনামায় ঋণখেলাপি থাকা সত্ত্বেও তথ্য গোপন রাখার অপরাধ আদালতের নিকট সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বুধবার বরগুনা প্রথম যুগ্ম জেলা জজ ও উপজেলা পরিষদ নির্বাচন ট্রাইব্যুনালের বিচারক আব্দুল্লাহ আল মামুন গোলাম সরোয়ার ফোরকান এর চেয়ারম্যান পদ বাতিল করে নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী শামসুদ্দিন আহমেদ সজুকে আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষণা করে দশ দিনের মধ্যে নির্বাচন কমিশনকে গেজেট আকারে প্রকাশ করার আদেশ প্রদান করেন।