গ্রামীন নারীর ক্ষমতায়ন ছাড়া এসডিজি সম্ভব নয় : টিনা বৈদ্য
Deprecated: preg_split(): Passing null to parameter #3 ($limit) of type int is deprecated in /home/barishaldorpon/public_html/wp-content/themes/jannah/framework/functions/post-functions.php on line 791
স্টাফ রিপোর্টার : জার্মানী এর বাংলাদেশে নিযুক্ত কান্ট্রি ডিরেক্টর ম্যাটিল্ডা টিনা বৈদ্য বলেন, গ্রামীন নারীর ক্ষমতায়ন ছাড়া জাতীয় উন্নয়ন ও এস.ডি.জি. সম্ভব নয়। পাশাপাশি নারীদের আর্থ সামাজিক উন্নয়ন দরকার। যাতে করে তারা তাদের অধিকার নিয়ে কথা ও কাজ করতে পারে।
কেএনএইচ জার্মানী প্রকল্পের মাধ্যমে এই নারীদের উন্নয়ন ও ক্ষমতায়ন এবং শিশুদের সুরক্ষার কাজ করে যাচ্ছে। গত ৫ দিন আমি এসব প্রকল্প দেখে মনে হচ্ছে এই প্রকল্পের মেয়াদ বাড়ানো দরকার। এ বিষয়ে আমি কাজ করবো।
গত ৫ দিন ভোলা সদর ও মনপুরা উপজেলার দুর্ঘম এলাকা পরির্দশণ করে এই মন্তব্য করেন। ভোলায় আন্তÍর্জাতিক দাতা সংস্থার অর্থায়নে সিআরএসএস এর চাইল্ড ফোকাসড কমিউনিটি ডেভেলপ্টমেন্ট প্রোগ্রাম এই প্রকল্প বাস্তবায়ন করছে।
কান্ট্রি ডিরেক্টর ম্যাটিল্ডা টিনা বৈদ্য’র পরির্দশনকালে উপস্থিত ছিলেন কেএনএইচ – জার্মানী এর প্রযেক্ট কো-অডিনেটর মনিরুজ্জামান মুকুল ও সেন্টার ফর রুলার সার্ভিস সোসাইটি (সিআরএসএস) এর নির্বাহী পরিচালক এডওয়ার্ড রবীন বল্লভ প্রমুখ। ##