হত্যার দায়ে ডাকাত সর্দারের যাবজ্জীবন
Deprecated: preg_split(): Passing null to parameter #3 ($limit) of type int is deprecated in /home/barishaldorpon/public_html/wp-content/themes/jannah/framework/functions/post-functions.php on line 791
স্টাফ রিপোর্টার : ডাকাতি করে পালানোর সময় গুলি করে একজনকে হত্যার দায়ে আন্ত:জেলা ডাকাত দলের সর্দার হাবিবুর রহমান প্রকাশকে (৩৮) যাবজ্জীবন সশ্রম কারাদন্ড, ২০ হাজার টাকা জরিমানা অনদায়ে আরও ৬ মাসের কারাদন্ড দেয়া হয়েছে। বরিশালের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ মাহবুব আলম বুধবার এ দন্ডাদেশ দেন। রায় ঘোষনার পর আদালতে উপস্থিত হাবিবুর রহমানকে কারাগারে পাঠানো হয়। এছাড়া মামলার চার্জসীটভূক্ত অপর ৮ আসামীর বিরুদ্ধে অভিযোগ প্রমানিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেয়া হয়েছে।
দন্ডিত হাবিবুর রহমান বাকেরগঞ্জ উপজেলার পাদ্রিশিবপুর ইউনিয়নের পশ্চিম পাড় এলাকার সুলতান দফাদারের ছেলে।
আদালতের বেঞ্চ সহকারী রেজাউল ইসলাম জানান, ২০০৬ সালের ১৫ নভেম্বর দিবাগত রাত দেড়টায় বাকেরগঞ্জ উপজেলার পাদ্রিশিবপুর পশ্চিম পাড় এলাকার স্ট্যানলী গোমেজের ঘরের দরজা ভেঙ্গে একদল দুর্বৃত্ত ভেতরে ঢুকে স্বর্নালংকার সহ মূল্যবান মালামাল লুট করে। স্ট্যানলী গোমেজের পরিবারের সদস্যদের ডাক-চিৎকারে প্রতিবেশীরা ছুটে গেলে দুর্বৃত্তরা গুলি করতে করতে পালিয়ে যায়। এ সময় শাহ আলম নামক এক গ্রামবাসী গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হন।
এ ঘটনায় স্ট্যানলী গোমেজ বাদী হয়ে পরদিন ১৬ নভেম্বর বাকেরগঞ্জ থানায় ১১ জনের নামোলেøখ করে মামলা দায়ের করেন। ২০০৭ সালের ১৫ জুন বাকেরগঞ্জ থানার তৎকালীন উপ-পরিদর্শক আতাউর রহমান ১১ জনের বিরুদ্ধেই আদালতে অভিযোগপত্র জমা দেন। মামলার বিচার চলাকালে ২ আসামীর মৃত্যু হয়। ২২ জনের সাÿী গ্রহণ শেষে একমাত্র হাবিবুর রহমান প্রকাশের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদন্ড দেয়া হয়েছে।##