ববির সশরীরে উপস্থিত হয়ে সকল পরীক্ষা স্থগিত
Deprecated: preg_split(): Passing null to parameter #3 ($limit) of type int is deprecated in /home/barishaldorpon/public_html/wp-content/themes/jannah/framework/functions/post-functions.php on line 791
স্টাফ রিপোর্টার : আগামীকাল রবিবার থেকে সশরীরে উপস্থিত হয়ে সকল ধরনের পরীক্ষা স্থগিত করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে। তবে অনলাইনে ক্লাস, মিডটার্ম পরীক্ষা ও ভাইভা চলমান থাকবে।
শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিনের সভাপতিত্বে অনলাইনে ডিন, পরীক্ষা নিয়ন্ত্রণ দফতরের কর্মকর্তা ও সকল বিভাগীয় চেয়ারম্যানের অংশগ্রহণে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সুব্রত কুমার দাস জানান, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সারাদেশে এক সপ্তাহের লকডাউন ঘোষণা করেছে সরকার।
এ কারণে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত সশরীরে উপস্থিত হয়ে সকল পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে ফের সশরীরে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
তবে অনলাইনে ক্লাস, মিডটার্ম পরীক্ষা ও ভাইভা চলমান থাকবে বলে তিনি জানান। কোভিড পরিস্থিতি মোকাবেলায় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন প্রক্টর।