বরিশাল বিভাগের সংবাদ

ফোন পেয়ে খাদ্য সহায়তা দিয়েছেন ইউএনও

কলাপাড়া প্রতিনিধি : করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলতি কঠোর লকডাউনে পটুয়াখালীর কলাপাড়ায় শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ খাদ্য সংকটে পড়েছেন। নেই অনেকেরই কাজকর্ম।

যেটুকু সঞ্চয় ছিল তাও বসে বসে খেয়ে শেষের পর্যায়ে পৌঁছেছে। আগামীতে কিভাবে দিন পার করবেন এ নিয়ে রয়েছেন দুশ্চিন্তায় নিম্ন ও মধ্যআয়ের মানুষজন।

এমত অবস্থায় ৩৩৩ নম্বরে ফোন পেয়ে অসহায় দুস্থ ৮ পরিবার খাদ্য সহায়তা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহীদুল হক।

এছাড়া আরো ৮৪ জন অসহায় দুস্থ পরিবারের মধ্যে মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলা প্রশাসন খাদ্য সামগ্রী বিতরন করেছে। প্রত্যেককে পাঁচ কেজি চাল, এক কেজি তেল, এক কেজি ডাল, এক কেজি চিনি ও এক কেজি করে লবন দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প কর্মকর্তা মো.হুমায়ুন কবির, উপজেলা সিপিপি কর্মকর্তা মো. আসাদুজ্জামান প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহীদুল হক বলেন, ৮৪ জন অসহায় দুস্থ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। এ ধরা অব্যাহত রয়েছে বলে তিনি সাংবাদিকদেও জানিয়েছেন।

আরও পড়ুন

মন্তব্য করুন

Back to top button