রাজনীতির সংবাদ

বরিশালের ৭৭ ইউনিয়নে ইসলামী আন্দোলনের প্রার্থী ঘোষণা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন

স্টাফ রিপোর্টার : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বরিশাল জেলার ৭৭ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করেছেন চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ।

সোমবার রাতে বরিশাল নগরীর এম.সি অডিটোরিয়ামে জেলা ইসলামী আন্দোলনের মতবিনিময় সভা শেষে দলের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করেন। তিনি প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের হাতপাখা প্রতীকের ব্যাচ পড়িয়ে দেন।

এসময় চরমোনাই পীর বক্তৃতায় বলেন, দেশের রাজনীতি ভয়াবহ আকার ধারণ করেছে। সরকার একচ্ছত্র ক্ষমতার মাধ্যমে নির্বাচন কমিশনকে ব্যবহার করে দেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। পৃথিবীতে কোন রাষ্ট্রেই স্বৈরাচারিতা চিরস্থায়ী হয়নি। বাংলাদেশেও হবেনা।

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক ও বরিশাল জেলা সভাপতি মুফতি সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়েরের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তৃতা করেন জেলার জেলা সেক্রেটারী উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম।

আরও পড়ুন

মন্তব্য করুন

Back to top button