বরিশাল বিভাগের সংবাদ
কলাপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় পানিতে ডুবে মাইসা মনি (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে । শুক্রবার দুপুর ১ টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নীলগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে।
বাড়ীর সবার অগোচরে পুকুর পাড়ে খেলতে গিয়ে সে পানিতে পড়ে ডুবে যায় ।
অনেক খোঁজাখুজির পর স্থানীয়রা তাকে পুকুর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করেন।
মাইসা মনি নীলগঞ্জ গ্রামের মো.জাকির হোসেনের মেয়ে বলে জানা গেছে ।