চিকিৎসক নির্যাতন নিয়ে উত্তপ্ত শেবাচিম
Deprecated: preg_split(): Passing null to parameter #3 ($limit) of type int is deprecated in /home/barishaldorpon/public_html/wp-content/themes/jannah/framework/functions/post-functions.php on line 791
স্টাফ রিপোর্টার : একজন ডাক্তার নির্যাতনের ঘটনাকে কেন্দ্র করে জটিল হয়ে উঠেছে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) পরিস্থিতি। নির্যাতনকারী ইন্টার্ন চিকিৎসকের বিচারের দাবীতে গত বুধবার পরিচালকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভ‚ক্তভোগী চিকিৎসক হাসপাতালের মেডিসিন বিভাগ-৩ এর সহকারি রেজিস্ট্রার ডা. মাসুদ খান।
এদিকে ডাক্তার মাসুদ খানের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ করে তার বিচারের দাবীতে গতকাল বৃহস্পতিবার দুপুরে হাসপাতালের পরিচালকের কাছে স্মারকলিপি দিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা। স্মারকলিপিতে তারা মেডিসিন বিভাগ-৩ এর সহকারি রেজিস্ট্রার ডা. মাসুদ খানের বিরুদ্ধে নারী সহকর্মীদের সাথে অশালীন আচরন, সিনিয়র চিকিৎসকের সাথে ঔদ্বত্যপূর্ন ব্যবহার, ইন্টার্ন চিকিৎসকদের ভাতা আটকে রাখা, ছাত্রলীগ সহ ইন্টার্ন চিকিৎসদের নামে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার থেকে কমিশন আদায় করে নিষিদ্ধ রাজনৈতিক দল জামায়াতের পেছনে খরচ করা সহ নানা অভিযোগ করেন।
হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন জানান, ডা. মাসুদ খান তাকে লাঞ্ছিত করার অভিযোগ করেছেন ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে। অপরদিকে ইন্টার্ন চিকিৎসকরা মাসুদ খানের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে স্মারকলিপি দিয়েছেন। উভয় পÿের অভিযোগ তদন্তরে জন্য হাসপাতালের নিউরো মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. আনোয়ার হোসেন বাবলুকে প্রধান করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কমিটিকে ৫ কার্য দিবসের মধ্যে পুরো ঘটনা এবং ঘটনার পেছনের ঘটনা তদন্ত করে রিপোর্ট দিতে বলা হয়েছে বলে জানান হাসপাতালের পরিচালক। এছাড়া পরিচালক তাদের স্মারকলিপি গ্রহন করে এ বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়ার আশ^াস দেন।