মেহেন্দীগঞ্জে তিনটি বসত ঘর ভস্মিভুত
Deprecated: preg_split(): Passing null to parameter #3 ($limit) of type int is deprecated in /home/barishaldorpon/public_html/wp-content/themes/jannah/framework/functions/post-functions.php on line 791
স্টাফ রিপোর্টার : বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার কাজিরহাটে বুধবার দিবাগত রাত দেড়টায় অগ্নিকান্ডে তিনটি বসত ঘর ভস্মিভুত হয়েছে। বিদ্যুতের সর্ট সার্কিট থেকে উপজেলার আন্ধারমানিক ইউনিয়নের ভংগা গ্রামে এ ঘটনা ঘটে। অগ্নিকান্ডে স্থানীয় ছিদ্দিক মুন্সি, শহীদ মুন্সী ও সুলাইমান হাওলাদারের তিনটি বসত ঘর ক্ষতিগ্রস্থ হয়েছে।
আন্ধারমানিকের ভাঙ্গা গ্রামের বাসিন্দা শফিকুল ইসলাম শাওন জানান, রাত দেড় টায় পাশের ঘর আগুনে পুরছে দেখে তাৎক্ষনিক ডাকচিৎকার দিলে বাড়ির সবাই উঠে আগুন নিভানো চেস্টা করে। কিন্তু ততক্ষনে তিনটি ঘর পুড়ে ছাই হয়ে যায়।
আগুনে পুড়ে যাওয়া ঘরের মালিক শহীদ মুন্সি বলেন, তিনি বাড়িতে ছিলেন না। রাত ২ টার দিকে খবর পেয়ে ঢাকা থেকে রওয়ানা হয়ে বৃহস্পতিবার বাড়িতে এসে দেখেন আগুনে পুরে তার ঘর ছাই হয়ে গেছে। এখন তাদের মাথা গোজার ঠাই নেই।
এদিকে আজ সকালে মেহেন্দিগঞ্জ উপজেলার চেয়ারম্যান মাহফুজুল আলম লিটন ও আন্দারমানিক ইউনিয়নের চেয়ারম্যান কাজী শহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ পরবারের মাঝে চাল ডাল ও বস্ত্র বিতরণ করেছেন।