চরকাউয়া ইউনিয়নে নৌকার প্রার্থী হতে চান খলিল
Deprecated: preg_split(): Passing null to parameter #3 ($limit) of type int is deprecated in /home/barishaldorpon/public_html/wp-content/themes/jannah/framework/functions/post-functions.php on line 791
স্টাফ রিপোর্টার : সরকারের উন্নয়নের তথ্য নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন আওয়ামী লীগ নেতা মোঃ সাদেকুর রহমান খান (খলিল)। তিনি বরিশাল সদর উপজেলার ৭নং চরকাউয়া ইউনিয়নে এবার নৌকার মনোনয়ন চান। দীর্ঘদিন ধরে এ লক্ষ্যেই কাজ করে যাচ্ছেন।
৭নং চরকাউয়া ইউনিয়নের জালাল উদ্দিন বলেন, সাদেকুর রহমান খান (খলিল) কে তৃণমূল আওয়ামী লীগ নেতাকর্মী ও ভোটাররা আসন্ন নির্বাচনে প্রার্থী হিসেবে দেখতে চায়। তিনি বলেন, সাদেকুর রহমান খান (খলিল)কে ঘিরে ইতিবাচক পরিবর্তনের স্বপ্ন দেখছে নেতাকর্মী ও সাধারণ মানুষ। এখন পর্যন্ত যারা এই ইউনিয়ন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চাইছেন তাদের মধ্যে সাদেকুর রহমান খান (খলিল) এগিয়ে আছেন।
সাদেকুর রহমান খান (খলিল) কে মনোনয়ন দিলে তিনি বিপুল ভোটে জয়লাভ করবেন। মানুষের কল্যাণে আমৃত্যু কাজ করে যেতে চান উল্লেখ করে খলিল বলেন, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে দেশ রতœ মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও দক্ষিনাঞ্চলের গনমানুষের নেতা মন্ত্রী আলহাজ্ব আবুল হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে আমৃত্যু মানুষের জন্য কাজ করতে চাই। যদি আমার ওপর আস্থা রাখেন, ইনশাআল্লাহ আমি তার আস্থা এবং বিশ্বাসের মর্যাদা দিতে পারব। জনগণকে সঙ্গে নিয়ে নৌকার বিজয় নিশ্চিত করব।
মোঃ সাদেকুর রহমান খান (খলিল) সরকার দলের মনোনয়ন প্রত্যাশী। তিনি আওয়ামীলীগের সক্রিয় কর্মী। তিনি ছাত্র জীবনে ছাত্রলীগ করতেন। ছাত্রলীগ করার কারণে ১৯৮৬ ইং সালে প্রথম উপজেলা নির্বাচনে সেনাবাহিনীর হাতে আটক হয়। ১৯৮৯ সালে ৭নং চরকাউয়া ইউনিয়নে প্রথম ছাত্রলীগ কমিটি গঠন হয়। ওই কমিটির প্রতিষ্ঠাতা এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন। মেয়াদ কাল ছিল ১৯৮৯ হইতে ১৯৯৩ সাল পযর্ন্ত।
১৯৯০ এর গনঅভ্যুথানে ছাত্রলীগের নেতা থাকার কারণে এবং রাজপথে মুজিব আদর্শের লড়াকু সৈনিক হয়ে সক্রিয় ভুমিকা রাখার কারণে ১৯৯০ সালের ৫ নভেম্বর বরিশাল পলিটেকনিক ইনিষ্টিটিউট তৎকালিন এরশাদ সরকারের শৈরাচার বিরোধী আন্দোলনের মিছিল করার সময় কলেজ ক্যামপাস থেকে পুলিশ আটক করে নির্যাতন চালায়। তখন তার হাতের আঙ্গুলের নক উপড়ে ফেলে।
এরপর ৭নং চরকাউয়া ইউনিয়নে প্রথম যুবলীগ’র কমিটি গঠন হয় ১৯৯৭ সালে ওই ইউনিয়ন যুবলীগ কমিটির প্রতিষ্ঠাতা ও সভাপতি ছিলেন মোঃ সাদেকুর রহমান খান (খলিল)। মেয়াদ কাল ছিল ১৯৯৭ সাল হইতে ২০০১ সাল পযর্ন্ত। তিনি একজন গরীব জনদরুধী ও মেহনতি মানুষের পরম বন্ধু। তিনি চেয়ারম্যান হয়ে মানুষের কল্যানে সেবক হয়ে পাশে থাকতে চান। ###