সাংবাদিক মুরাদ হোসেন’র ইন্তেকাল

আনিছুর রহমান : সাংবাদিক সমন্বয় পরিষদের সহ সভাপতি, বরিশাল প্রেসক্লাবের সহযোগী সদস্য ও বরিশালের আজকাল পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মুরাদ হোসেন ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহির রাজিউন)। আজ শুক্রবার বিকাল সোয়া ৪টার দিকে শেবাচিম হাসপাতালে স্ট্রোক জনিত কারনে তার মৃত্যু হয়। তিনি মা,স্ত্রী, ২ সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তিনি দৈনিক বরিশালের আজকাল পত্রিকায় কর্মরত ছিলেন। এছাড়া তিনি দৈনিক আজকের বার্তাসহ আরও বেশ কয়েকটি পত্রিকায় কাজও করেছিলেন।
তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সভাপতি মু. ইসমাইল হোসেন নেগাবান মন্টু ও সাধারণ সম্পাদক কাজী মিরাজসহ কার্যকরি পরিষদের সকল সদস্যবৃন্দ। এক শোক বার্তায় তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
দৈনিক আজকাল পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মুরাদ হোসেনের মৃত্যুর খবর শুনে তার বাসভবনে ছুটে যান শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, ক্লাবের কোষাধ্যক্ষ মোশাররফ হোসেন ও সিনিয়র সদস্য জাকির হোসেন, এম.মিরাজ হোসাইন, এম.জহিরসহ সাংবাদিক নেতৃবৃন্দ।