কলাপাড়ায় হতদরিদ্র পরিবার পাবে কৃষি উপকরন
Deprecated: preg_split(): Passing null to parameter #3 ($limit) of type int is deprecated in /home/barishaldorpon/public_html/wp-content/themes/jannah/framework/functions/post-functions.php on line 791
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া : পটুয়াখালীর কলাপাড়ায় প্রায় সাড়ে তিন হাজার হতদরিদ্র পরিবার পাবে কৃষি উপকরন। এ লÿ্যে বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ‘‘উচ্চমূল্য ও পুষ্টি সমৃদ্ধ বসতবাড়ির সবজি বাগন’’ প্রদর্শনী ও উপকরন বিতরন করা হয়েছে।
স্মল হোল্ডার এগ্রিকালচারাল কম্পেটিটিভনেস (এস এ সিপি) প্রজেক্টের উদ্যোগে ইমার্জেন্সি কোভিড ১৯ রেস্পন্স’র অংশ হিসেবে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর এর আয়োজন করে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাবিকুল আহসান।
উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মান্নান’র সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান রিন্টু তালুকদার। এসময় উপস্থিত ছিলেন, কুয়াকাটা প্রেস ক্লাবের সাবেক সভাপতি এ এম মিজানুর রহমান বুলেট, উপজেলার উপসহকারী কৃষি কর্মকার্তা মজিবুর রহমান, আব্দুল রহমান সহ উপজেলার শতাধিক প্রান্তিক নারী-পুরুষ কৃষক উপস্থিত ছিলেন।
কৃষি অফিস সূত্রে জানা গেছে, সামাজিক দুরত্ব বজায় রেখে প্রত্যেক কৃষককে টমেটো, পুই শাক, লাল শাক, গাজর, মূলা, রোসুন, বাঁধা কপি, ফুল কপি, লাউ, করোলা, বরবটি, সিম এর বীচি দেয়া হয়। এছাড়া কৃষি কাজে ব্যবহৃত একটি কাজরি, নেট, ব্যাগ, সার, বিতরন করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মান্নান বলেন , পর্যায়ক্রমে ওইসকল হতদরিদ্র কৃষকের মাঝে এসব কৃষি সামগ্রী বিতরন করা হবে।