দর্জি শ্রমিকদের অবস্থান কর্মসূচি
Deprecated: preg_split(): Passing null to parameter #3 ($limit) of type int is deprecated in /home/barishaldorpon/public_html/wp-content/themes/jannah/framework/functions/post-functions.php on line 791
নিজস্ব প্রতিবেদক : ৩ বছরের বকেয়াসহ ২০১৮ সালের ৩১ জানুয়ারি দর্জি শ্রমিকদের জন্য সরকারের প্রকাশিত গেজেট অবিলম্বে বাস্তবায়নের দাবিতে বরিশালে কর্ম বিরতি ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। বরিশাল মহানগর দর্জি শ্রমিক গেজেট বাস্তবায়ন সংগ্রাম কমিটির ব্যানারে মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত নগরীর সদর রোডের অশি^নী কুমার হলের সামনে এই কর্মসূচি পালিত হয়।
সংগ্রাম কমিটির আহবায়ক তুষার সেনের সভাপতিত্বে অবস্থান কর্মসূচি চলাকালে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন ট্রেড ইউনিয়ন কেন্দ্রিয় কমিটির সদস্য অ্যাডভোকেট এ কে আজাদ, নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি মাস্টার আবুল হাসেম, মহানগর রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়ন সভাপতি আখতার হোসেন শপ্রু, অপূর্ব গৌতম, স্বপন দত্ত, রাহুল দাশ, সুজয় বিশ্বাস, আল-আমিন ও জয়দেব সাহা প্রমুখ।
বক্তারা তাদের দাবি মেনে নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।