বরিশাল জেলার সংবাদ

গৌরনদীতে বাসের ধাক্কায় মোটর সাইকেল চালক নিহত

গৌরনদী প্রতিনিধি : বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় তপন সরকার (৪০) নামে এক মোটর সাইকেল চালক নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর সোয়া ২টার দিকে ঐ উপজেলার বার্থী বাস স্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে।

তপন ফরিদপুর জেলার ভাঙ্গা থানার পুলিয়া নয়াকান্দা গ্রামের প্রয়াত প্রফুল্ল সরকারের ছেলে এবং ভাড়ায় চালিত মোটর সাইকেল চালক ছিলেন বলে নিশ্চিত করেছেন গৌরনদী হাইওয়ে থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া।

তিনি জানান, ঢাকা থেকে বরিশালগামী সোনারতরী পরিবহনের দুরপাল্লার একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে বৃহস্পতিবার দুপুর সোয়া ২টার দিকে বার্থী বাসস্ট্যান্ড অতিক্রম করছিলো। এ সময় ঐ বাসটি বিপরীতমুখি একটি মোটর সাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটর সাইকেলটি সিটকে পড়ে চালক তপন সরকার (৪০) গুরুতর আহত হয়। মোটর সাইকেলে থাকা এক যাত্রী সমান্য আহত হয়।

স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় মোটর সাইকেল চালক তপন সরকারকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কিছুক্ষন পর তাকে মৃত ঘোষনা করেন চিকিৎসক। নিহতের ছোট ভাই পঙ্কজ সরকার মুঠোফোনে জানান, তার সহোদর দুই ভাইয়ের মধ্যে তপন সরকার বড়।

হতদরিদ্র তপন সরকার ভাড়ায় মোটর সাইকেল চালিয়ে স্ত্রী, ১ ছেলে ও ৩ মেয়ে সহ ৬ সদস্যের পরিবারের জীবিকা নির্বাহ করে আসছিল।

বৃহস্পতিবার সকাল ৭টার দিকে তপন ভাড়ায় চালিত মোটর সাইকেল চালাতে বাড়ি থেকে বের হয়ে যায়। দুপুরে তারা তার দুর্ঘটনার খবর পান।

আরও পড়ুন

মন্তব্য করুন

Back to top button