বরিশাল বিভাগের সংবাদ
Deprecated: preg_split(): Passing null to parameter #3 ($limit) of type int is deprecated in /home/barishaldorpon/public_html/wp-content/themes/jannah/framework/functions/post-functions.php on line 791
নির্দোষ দাবি করে আসামি সাইমুনের সাফাই
রিফাত শরীফ হত্যা মামলা
Deprecated: preg_split(): Passing null to parameter #3 ($limit) of type int is deprecated in /home/barishaldorpon/public_html/wp-content/themes/jannah/framework/functions/post-functions.php on line 791
সঞ্জীব দাস,বরগুনা : বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় আজ আদালতে নিজেকে নির্দোষ দাবি করে সাফাই স্বাক্ষী দিয়েছে হত্যা মামলার অন্যতম আসামি কামরুল ইসলাম সায়মুন। জেলা ও দায়রা জজ আদালতে কামরুল ইসলাম সায়মুন নিজেই সাফাই স্বাক্ষী দিতে চান বলে আদালতে আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করলে সায়মুন নিজেকে রিফাত শরীফ হত্যায় জড়িত নয় দাবি করে তার বক্তব্য তুলে ধরেন।
তিনি জানান, ২৯ জুন পুলিশ তাকে পটুয়াখালী থেকে গ্রেফতার করেন। পটুয়াখালীতে চিকিৎসা এবং স্ত্রীর পরীক্ষার ফরম পূরণের জন্য গিয়েছিলেন। রিফাত শরীফ হত্যার সাথে আদৌ জড়িত নয় তিনি। রাষ্ট্রপক্ষের কৌশলী ভূবন চন্দ্র হালদার জানান, আসামি সায়মুনের মানিত সাফাই স্বাক্ষী আজ আদালতে উপস্থিত না থাকায় আদালত আাসামিকে নিজের পক্ষে সাফাই স্বাক্ষী দেয়ার অনুমতি দেন। আগামী ২৬ জুন এই মামলায় রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের মধ্য যুক্তি-তর্ক উপস্থাপনের জন্য তারিখ নির্ধারণ করা হয়েছে। আজ আদালতে পলাতক আসামি মুসা ব্যতীত জামিনে থাকা মিন্নিসহ ৯ আসামি আদালতে উপস্থিত ছিলেন।
তিনি জানান, ২৯ জুন পুলিশ তাকে পটুয়াখালী থেকে গ্রেফতার করেন। পটুয়াখালীতে চিকিৎসা এবং স্ত্রীর পরীক্ষার ফরম পূরণের জন্য গিয়েছিলেন। রিফাত শরীফ হত্যার সাথে আদৌ জড়িত নয় তিনি। রাষ্ট্রপক্ষের কৌশলী ভূবন চন্দ্র হালদার জানান, আসামি সায়মুনের মানিত সাফাই স্বাক্ষী আজ আদালতে উপস্থিত না থাকায় আদালত আাসামিকে নিজের পক্ষে সাফাই স্বাক্ষী দেয়ার অনুমতি দেন। আগামী ২৬ জুন এই মামলায় রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের মধ্য যুক্তি-তর্ক উপস্থাপনের জন্য তারিখ নির্ধারণ করা হয়েছে। আজ আদালতে পলাতক আসামি মুসা ব্যতীত জামিনে থাকা মিন্নিসহ ৯ আসামি আদালতে উপস্থিত ছিলেন।