বরিশাল বিভাগের সংবাদ
Deprecated: preg_split(): Passing null to parameter #3 ($limit) of type int is deprecated in /home/barishaldorpon/public_html/wp-content/themes/jannah/framework/functions/post-functions.php on line 791
চাচার মৃত্যু বার্ষিকী অনুষ্ঠানে ভাইর ছেলের মৃত্যু
Deprecated: preg_split(): Passing null to parameter #3 ($limit) of type int is deprecated in /home/barishaldorpon/public_html/wp-content/themes/jannah/framework/functions/post-functions.php on line 791
অমল তালুকদার, পাথরঘাটা : বড় চাচার মৃত্যু বার্ষিকীর অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছোট ভাইর ছেলে সুজিত সরকারের (৩২) মৃত্যু হয়েছে। বরগুনার পাথরঘাটায় সোমবার রাত ১১ টার দিকে কালমেঘা ইউনিয়নের পূর্ব ঘুটাবাছা গ্রামে এ ঘটনা ঘটে।
সুজিত সরকার পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের সুধাংশু সরকারের ছেলে।
সবকিছুই ঠিকঠাক চলছিল-রাম চরন সরকারের পুত্র নারায়ন সরকারের মৃত্যু বার্ষিকীতে। রাতের ধর্মীয় অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত, ধর্মীয় অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে, অপরদিকে অতিথিদের খাবার পরিবেশনের প্রস্তুতি চলছিল। কে জানতো জেঠার মৃত্যু বার্ষিকী অনুষ্ঠানে ছোট ভাইর ছেলের মৃত্যু হবে!
এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
কালমেঘা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সগির হোসেন জানান, পূর্ব ঘুটাবাছা গ্রামের নারায়ন সরকারের মৃত্যুদিন ছিল।
প্রতিবেশী ক্ষিতিশ সিকদার জানান, মঙ্গলবার মৃত সুজন সরকারকে তাদের পারিবারিক শ্মশানে সমাহিত করা হয়েছে।##