বরিশাল বিভাগের সংবাদ
Deprecated: preg_split(): Passing null to parameter #3 ($limit) of type int is deprecated in /home/barishaldorpon/public_html/wp-content/themes/jannah/framework/functions/post-functions.php on line 791
ভোলা জেলা বিএনপি’র বিক্ষোভ
Deprecated: preg_split(): Passing null to parameter #3 ($limit) of type int is deprecated in /home/barishaldorpon/public_html/wp-content/themes/jannah/framework/functions/post-functions.php on line 791
এইচ আর সুমন, ভোলা : সারাদেশে ধর্ষণ ও নারী নির্যাতন এবং ইসির মিথ্যা বক্তব্য ও ভোট ডাকাতির প্রতিবাদে ভোলা জেলা বিএনপি কার্যালয়ে বিক্ষোভ সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভোলা জেলা বিএনপি’র কার্যালয় জেলা বিএনপির সহ-সভাপতি হাসান তৌফিক রিহীনের সভাপতিত্বে আজ সোমবার সকাল ১১টার সময়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ টু ম্যান, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, ভোলা সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলালু উদ্দীন, ভোলা জেলা যুবদলের সাবেক সভাপতি ইয়ারুল আলম লিটন। জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন,সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জামিল হোসেন ওয়াদুদ সাধারণ সম্পাদক খন্দকার আল আমিন, জেলা ছাত্রদলের সভাপতি নুরে-আলম সাধারণ সম্পাদক আল আমিন হাওলাদার সহ ভোলা জেলা বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।