পিরোজপুরে ১ লাখ ২৩ হাজার শিশু খাবে ভিটামিন “এ” ক্যাপসুল
Deprecated: preg_split(): Passing null to parameter #3 ($limit) of type int is deprecated in /home/barishaldorpon/public_html/wp-content/themes/jannah/framework/functions/post-functions.php on line 791
পিরোজপুর অফিস : পক্ষকাল ব্যাপি জাতীয় ভিটামিন “এ” ক্যাম্পেইন উপলÿে পিরোজপুরে ১ লাখ ২৩ হাজার ১৪৯ শিশুকে ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানো হবে। জেলার সিভিল সার্জন সূত্রে এ খবর জানাগেছে। এ ক্যাম্পেইন উপলÿ্যে শনিবার সকালে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের এক অবহিতকরণ সভার আয়োজন করা হয়। সিভিল সার্জন ডাঃ মো. হাসনাত ইউসূফ জাকীর এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অবহিতকরণ সভায় জানানো হয় যে, বাংলাদেশ সরকার শিশু মৃত্যুঝুকি কমাতে বছরে দুইবার সারাদেশে ভিটামিন “এ” ক্যাম্পেইন পরিচালনা করে। তিনি বলেন, প্রতিবার ১ দিনের ক্যাম্পেন হলেও এবারই ৮ দিন ব্যাপি ভিটামিন “এ” ক্যাম্পেইন পরিচালিত হবে। যাতে করে একটি শিশুও ভিটামিন “এ” ক্যাপসুল হতে বঞ্চিত না হয়। তিনি বলেন এ বারের ক্যাম্পেইনে পিরোজপুর জেলায় ১ লাখ ২৩ হাজার ১৪৯ শিশুকে ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানোর লÿ্যমাত্র নির্ধারন করা হয়েছে। এ প্রসংগে তিনি জানান, গত জানুয়ারী মাসের ক্যাম্পেনে এ জেলায় লÿ্য মাত্রার ৯৮% ভাগ সফলতা হয়েছে। ক্যাম্পেইনের লÿ্য নিয়ে আলোচনা করেন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ মারুফ মুনসুর। এ সময় বক্তব্য রাখেন, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি মুনিরুজ্জামান নাসিম, জেলা সহকারী তথ্য কর্মকর্তা বিশ^জিত সিকদার প্রমুখ।