মিয়ারচর থেকে নৌযান চলাচলে নিষেধাজ্ঞা
মিয়ারচর থেকে নৌযান চলাচলে নিষেধাজ্ঞা
Deprecated: preg_split(): Passing null to parameter #3 ($limit) of type int is deprecated in /home/barishaldorpon/public_html/wp-content/themes/jannah/framework/functions/post-functions.php on line 791
মো:আলহাজ্ব, হিজলা : বরিশালের হিজলার মিয়ারচর থেকে বাড়তি সতর্কতা হিসেবে বরিশাল-ঢাকা রুটে যাতায়াতকারী নৌযান সমূহকে চলাচল না করার নির্দেশনা দেয়া হয়েছে। পাশাপাশি যাত্রীবাহি নৌযান সমূহকে মিয়ারচরের স্থলে মেহেন্দিগঞ্জের উলানিয়া-কালিগঞ্জ হয়ে চলাচলের পরামর্শ দেয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে রবিবার দুপুরে বরিশাল নদী বন্দর কর্মকর্তা আজমল হুদা মিঠু সরকার জানান, ঘটনাস্থল পরিদর্শন শেষে মিয়ারচরের অবস্থা কিছুটা ভয়াবহ। সেখানে যেমন পানির ¯্রােত রয়েছে, তেমনি উত্তালও থাকে অধিকাংশ সময়। আবার এম.ভি ফারহানা মোনেম নামে সিমেন্টবাহি যে জাহাজটি ডুবেছে সেটিও মিয়ারচরে। যদিও জাহাজটি চ্যানেলের একপাশে রয়েছে, সেক্ষেত্রে জাহাজ চলাচলের জায়গাও রয়েছে। তবে ¯্রােতের কারণে যাত্রী, পণ্যবাহিসহ যে কোনো ধরণের জাহাজ সেখান দিয়ে চালনা করাটা কষ্টসাধ্য। তাই নৌযান বিশেষ করে ঢাকা-বরিশাল রুটের যাত্রীবাহি লঞ্চগুলোকে রাতের বেলা মিয়ারচর থেকে না গিয়ে মেহেন্দিগঞ্জের উলানিয়া-কালিগঞ্জ হয়ে যেতে বলা হয়েছে। ###