মাস্ক না পড়ায় ১৫ জনকে জরিমানা

স্টাফ রিপোর্টার : বরিশালে মাস্ক না পড়ায় ১৫ জনকে জরিমানা প্রদান করেন ভ্রাম্যমান আদালত। গতকাল শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসনের পৃথক দুটি ভ্রাম্যমান আদালত নগরীর বিভিন্ন এলাকায় এই অভিযান চালায়।
নো মাস্ক নো সার্ভিস কার্যকর করতে বরিশালে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ১৫ জনকে ৩ হাজার ৮শ টাকা জরিমান আদায় করেছে।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার সুব্রত কুমার বিশ^াস জানান, করোনা সংক্রামন রোধে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরূপম মজুমদারের নেতৃত্বে একটি ভ্রাম্যমান আদালত নগরীর সার্কিট হাউজ মোড় থেকে সদর রোডের অশি^নী কুমার হল পর্যন্ত এলাকায় জনসচেতনতামূলক প্রচারনা চালায়। এ সময় মাস্ক বিহীন ১১জন ব্যক্তিকে ২ হাজার ৯শ’ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।
অপরদিকে জেলা প্রশাসনের আরেক নির্বাহী ম্যাজিস্ট্রেট এস,এম রাহাতুল ইসলামের নেতৃত্বে আরেকটি ভ্রাম্যমান আদালত নগরীর চকবাজার ও নথুল্লাবাদ এলাকায় সচেতনতামূলক প্রচারনা চালায়।
এ সময় মাস্ক বিহীন ৪ জনকে ৯শ’ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। জনস্বার্থে এই অভিযান চলবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।