বরিশালের দুই পৌরসভায় প্রতীক পেয়েই প্রচারনা শুরু
Deprecated: preg_split(): Passing null to parameter #3 ($limit) of type int is deprecated in /home/barishaldorpon/public_html/wp-content/themes/jannah/framework/functions/post-functions.php on line 791
স্টাফ রিপোর্টার : বরিশাল জেলায় দুটি পৌরসভায় প্রতিদ্বন্ধি প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ হয়েছে। এ সময় প্রার্থীদের সাথে মতবিনিময় এবং ইলেক্ট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম পদ্ধতি সম্পর্কে প্রার্থীদের সম্যক ধারনা দেয়া হয়। শুক্রবার সকাল ১১টা নগরীর কাশীপুরে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা কার্যালয়ের হলরুমে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. নুরুল আলম।
প্রথমে বাকেরগঞ্জ পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী লোকমান হোসেন ডাকুয়া, বিএনপি’র এসএম মনিরুজ্জামান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা খলিলুর রহমানের হাতে তাদের নিজ নিজ দলের প্রতীক তুলে দেন রিটার্নিং কর্মকর্তা মো. নুরুল আলম। পরে ঐ পৌরসভার ৯টি সাধারন ওয়ার্ডের ২৫জন এবং ৩টি সংরক্ষিত ওয়ার্ডের ৯জন কাউন্সিলর প্রার্থীর হাতে প্রতীক তুলে দেন তিনি।
একইভাবে বিকেল ৩টায় একই স্থানে উজিরপুর পৌরসভায় মেয়র পদে প্রতিদ্বন্ধি আওয়ামী লীগের গিয়াস উদ্দিন বেপারী, বিএনপি’র মো. শহিদুল ইসলাম খান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের কাজী শহিদুল ইসলামের হাতে তাদের নিজ নিজ দলের প্রতীক তুলে দেন রিটার্নিং কর্মকর্তা। একই সময় উজিরপুর পৌরসভার ৩টি সংরক্ষিত ওয়ার্ডে ৯জন এবং ৯টি সাধারন ওয়ার্ডে ২৪জন কাউন্সিলর প্রার্থীর হাতে প্রতীক তুলে দেয়া হয়।
প্রথম ধাপে আগামী ২৮ ডিসেম্বর এই দুটি পৌরসভায় ইলেক্ট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহন করা হবে।
এদিকে প্রতীক বরাদ্দের সময় পৃথক মতবিনিময় সভায় প্রতিদ্বন্ধি প্রার্থীদের নির্বাচনী আচরনবিধি মেনে চলার পরামর্শ দেন রিটার্নিং কর্মকর্তা মো. নুরুল আলম। এ সময় তাদের ইভিএম পদ্ধতি সম্পর্কে বাস্তব ধারনা দেয়া হয়।
প্রতীক বরাদ্দ পেয়ে নিজ নিজ এলাকায় ফিরেই আনুষ্ঠানিকভাবে গনসংযোগে নেমে পড়েন মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীরা।