সপ্তম শ্রেনীর স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টা
Deprecated: preg_split(): Passing null to parameter #3 ($limit) of type int is deprecated in /home/barishaldorpon/public_html/wp-content/themes/jannah/framework/functions/post-functions.php on line 791
নিজস্ব প্রতিবেদক : বরিশাল সদর উপজেলার রায়পাশা কড়াপুরে সপ্তম শ্রেনীর এক স্কুল ছাত্রীকে হোটেলে নিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ওই ঘটনায় ছাত্রীর চাচাতো ভাই বাদল আকনকে প্রধান আসামী এবং মিম নামের একজনকে সহযোগিতার অভিযোগ জানিয়ে কোতয়ালী মডেল থানায় মামলা করেছেন ভুক্তভোগীর পরিবার। মঙ্গলবার রাতে নির্যাতিতার অভিযোগ আমলে নিয়ে অপরাধীদের ধরতে মাঠে নেমেছে বলে জানায় পুলিশ। নির্যাতনের শিকার ওই ছাত্রী জানায়, নতুন পোষাক কিনে দেবার কথা বলে গত ১৫ অক্টোবর দুপুরে নগরীর হাজী মহসিন মার্কেটে নিয়ে যায় চাচাতো ভাই বাদল। পরে পার্শ¦বর্তী হোটেল শামসের ৪র্থ তলার একটি রুমে নিয়ে গিয়ে ধর্ষনের চেষ্টা করে। সেসময় ডাক চিৎকার দিলে বাদল ধর্ষণ করতে পারেনি। লোক লজ্জা আর ভয়ে এতদিন কাউকে জানায়নি। তবে আর যেন কারো সাথে এমন অপকর্ম করতে না পারে সেজন্য বিচারের দাবীতে থানায় অভিযোগ দিয়েছেন। বরিশাল কোতয়ালী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ আসাদুজ্জামান জানান, ওই হোটেলে রেজিষ্ট্রার খাতায় নাম থাকার সত্যতা পাওয়া গেছে এবং বাদল ও সহযোগী মিমকে ধরতে অভিযান চালানো হচ্ছে। ##