বরগুনায় “শতবর্ষে মুজিব” এর মোড়ক উন্মোচন
Deprecated: preg_split(): Passing null to parameter #3 ($limit) of type int is deprecated in /home/barishaldorpon/public_html/wp-content/themes/jannah/framework/functions/post-functions.php on line 791
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিব বর্ষ) উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহর পরিকল্পনা ও নির্দেশনায় জেলা প্রশাসন বাস্তবায়ন করছে মুজিববর্ষে মুজিবকে জানুন নামক কর্মসূচির অংশ হিসেবে “শতবর্ষে মুজিব” প্রকাশিত হয়েছে।
প্রকাশনাটির সার্বিক পরিকল্পনা ও বাস্তবায়নে ছিলেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। ব্যবস্থাপনায় ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আশ্রাফুল ইসলাম।
প্রকাশনাটি সংকলন করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হাসান (ইমন)। সংকলন সহযোগীতায় ছিলেন চিত্তরঞ্জন শীল, মুদ্রণ সহযোগীতায় ছিলেন আব্দুর রাজ্জাক মৃধা ও আবু জাফর। বইটির প্রচ্ছদ করেছেন মাহবুবুল আলম।
জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, “মুজিব বর্ষের প্রাক্কালে আমরা এ কর্মসূচি হাতে নিয়েছি। এই প্রকাশনাটিতে ১৯২০-২০২০ সাল পর্যন্ত ১০০ বছরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিগত, শিক্ষাগত, রাজনৈতিক জীবনসহ আরও অনেক বিরল তথ্যের ধারাবাহিক সমাবেশ রয়েছে। সময় পরিক্রমায় গুছানো দুর্লভ চিত্রের সমাহার নিসন্দেহে বইটিকে অনন্যতা দান করেছে। বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে বইটি বঙ্গবন্ধুকে জানার এক অকৃত্রিম উৎস হবে বলে আমরা বিশ্বাস করি।
বইটির সংকলক মোহাম্মদ নাজমুল হাসান (ইমন) বলেন, “হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণিল জীবনের নানা বৈচিত্র্যময় ঘটনার সচিত্র উপস্থাপন আছে এই বইয়ে। বইটি সংকলনের দায়িত্ব আমার উপর না বর্তালে জাতির পিতার জীবনের অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ও দুর্লভ ছবি অজানা এবং অদেখাই থেকে যেতো। প্রতিটি ঘটনা,আলোকচিত্র, তথ্য ও বর্ণনা আমাকে অনুপ্রাণিত করেছে।
বইটি উৎসর্গ করা হয়েছে মহীয়সী নারী, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবকে। ২২৮ পৃষ্ঠার এই বইটির মূল্য ৪০০ টাকা।