স্বাস্থ্যবিধি মেনে বরিশালে ঈদ জামায়াত
Deprecated: preg_split(): Passing null to parameter #3 ($limit) of type int is deprecated in /home/barishaldorpon/public_html/wp-content/themes/jannah/framework/functions/post-functions.php on line 791
স্টাফ রিপোর্টার : চলমান বৈশিক করোনা মহামারির মধ্যে এবার বরিশালে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্টিত হয়েছে ঈদের নামাজ। তবে সরকারের নির্দেশনা অনুযায়ী করোনার জন্য ঈদগাহ ময়দানে এবার নামাজ অনুষ্ঠিত হয়নি। কেবল মসজিদগুলোয় নিরাপদ দূরত্ব বজায় রেখে সীমিত পরিসরে নামাজ আদায় করা হয়েছে।
সকাল ৮টার জামাতে বরিশাল কালেক্টরেট জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেন বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক থেকে প্রশাসনের অন্য কর্মকর্তারা।
এসময় বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল ঈদের শুভেচ্ছা বক্তব্যে বলেন, করোনার প্রভাবে প্রতিদিন বিশে^ সাড়ে চার হাজার মানুষ মারা যাচ্ছে।
এমন একটি সময়ে আমরা ঈদের নামাজ আদায় করছি। এসময় তিনি ভারত থেকে আসা কোন নাগরিক থাকলে তা প্রশাসনকে জানানোর জন্য বলেন। তাদের প্রশাসনের পক্ষ থেকে হোম কোয়ারাইন্টাইনে রাখার সব ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।
এরসময় জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার তার শুভেচ্ছা বক্তব্যে নিজ এবং সকলকে সুরক্ষার জন্য স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদ্যাপন করার আহবান করেন।