প্রধান সংবাদবরিশাল জেলার সংবাদ

ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

স্টাফ রিপোর্টার : বরিশাল নগরীর আমতলার মোড়ে গতকাল বুধবার বিকেল ৩টার দিকে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আটক করা হয়েছে ট্রাক চালককে।

বরিশাল মেট্রোপলিটনের কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল ইসলাম জানান, ট্রাকটিতে গ্যাস সিলিন্ডার ভরা ছিলো। মোটরসাইকেল ও ট্রাকটি রুপাতলীর দিক থেকে নথুল্লাবাদের দিকে যাচ্ছিলো।

আমতলার মোড় এলাকায় ট্রাকটি মোটরসাইকেলটিকে ওভারটেক করতে গেলে ট্রাকের নিচে ঢুকে যায় মোটরসাইকেল সহ দুই আরোহী।

এতে ট্রাকের পিছনের চাকায় পিষ্ট হয়ে ঐ দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়। এই ঘটনায় ট্রাক চালক রবিউলকে আটক করা হয়েছে। তবে নিহত দুই মোটরসাইকেল আরোহীর নাম পরিচয় পাওয়া যায়নি, তবে তাদের বয়স ২৩ থেকে ২৪ বছরের মধ্যে।

তাদের সাথে থাকা মোবাইল ফোনও ভেঙে গেছে। লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

বরিশাল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার হাসান আলী জানান, ঘটনাস্থলে গিয়ে দ্রুতগামী ঐ ট্রাকটির চাকার নিচে একটি ডেড বডি এবং অপর ডেড বডি পাশে পড়ে থাকতে দেখি, দুইটি লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

মন্তব্য করুন

Back to top button