ইউপি নির্বাচনে হিজলায় সব ইউপিতে আ’লীগের বিদ্রোহী প্রার্থী
Deprecated: preg_split(): Passing null to parameter #3 ($limit) of type int is deprecated in /home/barishaldorpon/public_html/wp-content/themes/jannah/framework/functions/post-functions.php on line 791
মো: আলহাস, হিজলা : বরিশালের হিজলা উপজেলার ইউপি নির্বাচনে সব কয়টি ইউনিয়নেই রয়েছে বিদ্রোহী প্রার্থী। উপজেলার চার ইউনিয়নে ২০ জন চেয়ারম্যান প্রার্থীর সবার মনোনয়ন পত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে।
হিজলা উপজেলা নির্বাচন অফিসে বাছাই কার্যক্রম শেষে সকল চেয়ারম্যান প্রার্থীকে বৈধ ঘোষণা করেন উপজেলা রিটার্নিং অফিসার মোঃ দেলোয়ার হোসেন। এই চার ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের একাধিক বিদ্রোহী প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।
৩ নং গুয়াবাড়িয়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন বরিশাল জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ শাহজাহান তালুকদার।বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন গুয়াবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তালাৎ মাহমুদ নিপু সিকদার,কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম স্বপন চৌধুরী, হিজলা উপজেলা কৃষক লীগের আহবায়ক মুন্সি মোঃএসহাক।এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাইর) প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করবেন আলহাজ্ব মিজানুর রহমান কালাম।
৪ নং বড়জালিয়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন হিজলা উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি আলহাজ্ব মোঃ এনায়েত হোসেন হাওলাদার। এই ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন বর্তমান ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পন্ডিত শাহাবুদ্দিন আহম্মেদ,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাজের্ন্ট( অব.) হাফিজুর রহমান। ইসলামী আন্দোলন বাংলাদেশ( চরমোনাই) প্রার্থী মোঃ আবদুল্লাহ ও এই ইউনিয়ন থেকে নির্বাচন করবেন হাতপাখা প্রতীক নিয়ে।
১ নং হরিনাথপুর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন পত্র দাখিল করেছেন বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আবদুল লতিফ খান। বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ তৌফিকুর রহমান সিকদার,ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ ফারুকুল ইসলাম সরদার। ইসলামী আন্দোলন বাংলাদেশ( চরমোনাই) প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন মোঃ আব্বাস সিকদার।
২ নং মেমানীয়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ওলিউদ্দিন মনোনয়ন পত্র দাখিল করেছেন।বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ নাসির উদ্দীন হাওলাদার তিনি এ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান। এ ছাড়া ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন মোঃ বাবুল কাজী,মোঃ দিদারুল ইসলাম, মোঃ বারেক হোসেন ও মোঃ দেলোয়ার হোসেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই) প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন মোঃ মোসলেম উদ্দিন খান।
উপজেলার এই চারটি ইউনিয়নে সাধারণ সদস্য পদে ১৪০ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।তাদের মধ্যে ৭ জনের মনোনয়ন পত্র বাতিল বলে ঘোষণা করা হয়েছে। সংরক্ষিত মহিলা পদে ৩৭ জন মনোনয়ন পত্র দাখিল করিলে বাছাই পর্বে তাদের সভাইকে বৈধ ঘোষণা করা হয়। মনোনয়ন পত্র প্রত্যাহার ২৪ মার্চ, প্রতীক বরাদ্দ হবে ২৫ মার্চ।তার পরে প্রচারণার মধ্যে দিয়ে ১১ এপ্রিল হবে ভোটগ্রহণ।।