স্বাস্থ্য বিধি মেনে উন্নয়ন কাজ নিশ্চিত করার তাগিদ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর
Deprecated: preg_split(): Passing null to parameter #3 ($limit) of type int is deprecated in /home/barishaldorpon/public_html/wp-content/themes/jannah/framework/functions/post-functions.php on line 791
স্টাফ রিপোর্টার : ‘করোনার সাথে লড়াই করার পাশাপাশি উন্নয়ন কাজও নিশ্চিত করতে হবে স্বাস্থ্য বিধি মেনে। লকডাউন শিথিল হলেও স্বাস্থ্য বিধি মানতে হবে কঠোরভাবে।’ সড়ক ও জনপথ বিভাগ বরিশাল জোনের কর্মকর্তাদের সাথে এক ভার্চুয়াল সভায় এসব কথা বলেন সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
গতকাল শনিবার সকাল সোয়া ১১টায় সড়ক ও জনপথ বিভাগ বরিশাল জোন কার্যালয়ে ঢাকা থেকে ভিডিও কনফারেন্স সংযুক্ত হন সড়ক মন্ত্রী। বরিশাল জোনের সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান সড়ক ও মহাসড়কে ঈদ ও বর্ষা মৌসুমের প্রস্তুতি উপলক্ষ্যে এই ভিডিও কনফারেন্সের আয়োজন করা হয়।
এ সময় মন্ত্রী আরও বলেন, ‘করোনাকাল কবে শেষ হবে তা অনিশ্চিত। আমাদের করোনার সাথে বসবাসের অভ্যাস করতে হবে। যারা স্বাস্থ্য বিধি না মানবে তাদের শাস্তির আওতায় আনতে হবে।’ বর্ষায় হঠাৎ করে কাজ শুরু করলে উন্নয়ন ব্যহত হয়। তাই এ বিষয়টি মাথায় রেখে উন্নয়ন কর্মকান্ড চালাতে হবে।
গুনগত মান ঠিক রেখে যথা সময়ে কাজ শেষ করতে হবে। কোন ঠিকাদার উন্নয়ন কাজ নিয়ে গাফেলতি করলে তার কার্যাদেশ বাতিল করতে হবে। প্রয়োজনে তার লাইসেন্স কালো তালিকাভূক্ত করতে হবে। ঠিকাদার খারাপ কাজ করলে সংশ্লিস্ট প্রকৌশলী এর দায় এড়াতে পারেনা। খারাপ কাজের জন্য তিরস্কার করা হবে।
ভাঙ্গা-বরিশাল-কুয়াকাটা ফোরলেন প্রকল্পের অগ্রগতিতে মন্ত্রী অসন্তোষ প্রকাশ করেন এবং পায়রা ও বেকুটিয়া সেতু নির্মান কাজ যথাসময়ে শেষ করার তাগিদ দেন তিনি। বিআরটিসি গাড়ীর যথাযথ রক্ষনাবেক্ষন এবং বিআরটিএ’ কে দালাল মুক্তি করতে সংশ্লিস্টদের নির্দেশ দেন সড়ক মন্ত্রী।
এ সময় বরিশাল জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবু হেনা মো. তারেক ইকবাল সড়ক মন্ত্রীকে জানান, ভাঙ্গা-বরিশাল-কুয়াকাটা ফোর লেন মহাসড়কের জমি অধিগ্রহন চলমান আছে। বরিশাল জোনে ১২টি প্রকল্প চলমান আছে। সার্বিক অগ্রগতি ৫৫ ভাগ। এবারের ঈদ যাত্রায় কোন দুর্ভোগ হবেনা বলে মন্ত্রীকে অবগত করেন তিনি।
বিরোধী দল প্রসঙ্গে মন্ত্রী বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে তারাই উদ্বিগ্ন যারা অপপ্রচার ও গুজব ছড়াচ্ছে। সবাইকে অপপ্রচার ও গুজব ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানান সড়ক মন্ত্রী।
ভার্চুয়াল সভায় ঢাকা থেকে সড়ক যোগাযোগ সচিব মো. নজরুল ইসলাম এবং প্রধান প্রকৌশলী মো. আবদুস সবুর ছাড়াও বরিশাল বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।