বন ধ্বংস করে পাউবোর জয়গা দখলের মহোৎসব চলছে
Deprecated: preg_split(): Passing null to parameter #3 ($limit) of type int is deprecated in /home/barishaldorpon/public_html/wp-content/themes/jannah/framework/functions/post-functions.php on line 791
কলাপাড়া প্রতিনিধি : মহিপুরে পানি উন্নয়ন বোর্ডের ৪৭/১ পোল্ডারের ৭০০মিটার জমি দখল করে বালু দিয়ে ভরাট করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করছে স্থানীয একদল প্রভাবশালী ভূমিদস্যু।
সরেজমিনে গিয়ে দেখা যায়, মহিপুর বেরিবাধের রাস্থার পাশে থাকা উপ স্বাস্থ্যকেন্দ্র থেকে শুরু করে মহিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ দিয়ে রেঞ্জ অফিস পর্যন্ত প্রায ৭০০ মিটার পাউবোর জায়গায় বালু ভরাট করে বন বিভাগের বিলুপ্ত প্রায কেওডা এবং গোল গাছ কেটে স্থাপনা নির্মাণ করছে স্থানীয প্রায় ১৫/২০ টি পরিবার।
যারা এসব জায়গা দখল করছে তাদের কোনরকম কোন বন্দোবস্ত নেই সরকারের থেকে। ফলে যেমন সরকারি সম্পত্তি বেদখল হচ্ছে এবং বন উজারের ফলে পরিবেশের ভারসম্য। ও বিপর্যায়ের মুখে পরছে। স্থানীযদের দাবি যাতে করে এইসব দখলদারদের রুখে দেওয়া হয় এবং পরিবেশের ভার্ষাম্য বজায় রাখা হয়।
এ ব্যাপারে কলাপাডা উপজেলা পানি উন্নযন বোর্ডের এস ও মো: তুহিন বলেন, আমরা অবৈধ দখলের বিষয়ে জানতে পেরেছি এবং খুব দ্রুতই সরেজমিনে সার্ভেয়ার পাঠাবো এবং অফিসিযাল ভাবে ব্যবস্থা গ্রহণ করবো।