বরিশাল জেলার সংবাদ
মাস্ক না পড়ায় ১১ পথচারীর জরিমানা

নিজস্ব প্রতিবেদক : ‘নো মাস্ক নো সার্ভিস’ এই প্রত্যয় নিয়ে বরিশালে জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানের নির্দেশে নগরীর বেশ কয়েকটি স্থানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। বুধবার বেলা ১২টা থেকে শুরু হওয়ায় এই অভিযানে নগরীর বিভিন্ন প্রতিষ্ঠানে এবং পথচারীদের সচেতন করা হয়। প্রতিষ্ঠানগুলোতে টাঙিয়ে দেয়া হয় সচেতনতামূলক ব্যানার ‘নো মাস্ক নো সার্ভিস’।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজ ও মোঃ আবদুল হাই পরিচালিত ভ্রাম্যমান আদালত মাস্ক ব্যবহার না করায় ১১ জন পথচারীকে ৫ হাজার ৬ শত টাকা জরিমানা করে। শীতে করোনার দ্বিতীয় ঢেউ থেকে রক্ষাপেতে মাস্ক ব্যবহার অপরিহার্য হলেও অনেকেই তা করছেনা না। অনেকেই মাস্ক পকেটে রেখে চলাফেরা করছে। জনসাধারনকে মাস্ক ব্যবহার নিশ্চিত করার চেষ্টা চালানো হচ্ছে বলে জানান এই দুই ম্যাজিস্ট্রেট। ##